আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নাটকীয় সমাপ্তি। ম্যাচ ড্র হলেও শেষে বিতর্কের ঘনঘটা। টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে বুঝতে পেরে, আগেই হাত মিলিয়ে ম্যাচে ইতি টানতে চেয়েছিলেন বেন স্টোকস। কিন্তু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরানের দিকে এগোচ্ছে দেখে, আরও কয়েক ওভার খেলা চালিয়ে যেতে চেয়েছিল ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক তার কারণ খুঁজে পায়নি। যার ফলে তাঁর সঙ্গে জাদেজার কথা কাটাকাটি হয়। দুই ভারতীয় অলরাউন্ডার শতরানে পৌঁছনোর পর, ম্যাচে যবনিকা পড়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জাদেজা এবং ওয়াশিংটনের সঙ্গে হাত মেলাতে চাননি স্টোকস। যা নিয়ে নেটমাধ্যমে তোলপাড় হয়ে যায়। 

এবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ওয়াশিংটনের শতরানের পর তাঁর এবং জাদেজার সঙ্গে হাত মেলাতে দেখা যায় স্টোকসকে। এমনকী নিজের এক্স হ্যান্ডেলে ইংল্যান্ডের অধিনায়কের পক্ষে সওয়াল করেন মাইকেল ভন। তিনি দাবি করেন, স্টোকসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ওয়াশিংটনের শতরানের পর জাদেজা এবং তাঁর সঙ্গে হাত মেলাতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ককে। তবে তাতে পার পাননি স্টোকস। ম্যাচ আগে শেষ করে দেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা তিনি করেন, সেই নিয়ে সমালোচিত হন। যা নিয়ে ইংল্যান্ডের অধিনায়কের তুলোধোনা করেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি বলেন, 'দ্বৈত স্ট্যান্ডার্ডের কথা তোমরা শুনেছ? ভারত সারাদিন ধরে তোমাদের বোলারদের খেলেছে, সারাদিন ব্যাট করেছে, এবার তাঁরা শতরানের কাছে পৌঁছনোর পর তুমি মাঠ ছাড়তে চাও? ওরা কেন সেটা করবে?' 

স্টোকসের আগাম হ্যান্ডশেকের পেছনে কারণ খুঁজে বের করার চেষ্টা করেন প্রাক্তন তারকা। অশ্বিন বলেন, 'দুটো কারণ হতে পারে। এক, তুমি বোলারদের ক্লান্ত করতে চাওনি। যা যুক্তিসঙ্গত। দ্বিতীয়, তুমি অখুশি ছিলে। তাই ভেবেছিলে নিজে খুশি না থাকলে, বাকিদেরও আনন্দ পেতে দেবে না। এইভাবে ক্রিকেট চলে না। এটা টেস্ট। শতরান আদায় করে নিতে হয়, কেউ উপহার দেয় না। ওয়াশিংটনের প্রাপ্য ছিল। জাদেজারও। এটাই সত্যি।' ম্যাঞ্চেস্টার টেস্টের ফাইনাল দিন বেন স্টোকসের আচরণের কড়া সমালোচনা করেন মহম্মদ কাইফ। তিনি মনে করেন, জাদেজার সঙ্গে মাঠে ঝামেলার পর যাবতীয় সম্মান খুইয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা যখন শতরানের কাছাকাছি, তখন এই ঘটনা ঘটে। জেতা ম্যাচ হাতছাড়া হওয়া মেনে নিতে পারেননি স্টোকস। জাদেজার সঙ্গে হাত মেলাতে চান। টেস্ট ড্রয়ের ইঙ্গিত দেন। কিন্তু হাত মেলাননি ভারতীয় অলরাউন্ডার। ব্যাট করতে থাকেন। সাধারণ বাক্যালাপ কথাকাটাকাটির পর্যায় পৌঁছে যায়। দুই ভারতীয় ব্যাটারের ফোকাস নষ্ট করার চেষ্টা করে ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু তাতে সফল হয়নি স্টোকসের দল। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৪২৫। ১১৪ রানে এগিয়ে ছিল। ১০৭ রানে অপরাজিত থাকেন জাদেজা। ১০১ রানে ওয়াশিংটন। জাদেজা এবং ওয়াশিংটনের মধ্যে ২০৩ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের থেকে ম্যাচ কেড়ে নেয়।