সংবাদ সংস্থা উম্বই: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা আর ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষিতে ভারত-পাক সম্পর্ক যখন টানটান উত্তেজনার মধ্যে, তখনই আমেরিকায় কৌতুকশিল্পী গৌরব গুপ্তার এক শো যেন হয়ে উঠল হাঁফ ছাড়ার এক ডোজ — যেখানে রাজনীতির আগুনে না জ্বলে, হাসির ঢেউয়ে ভাসলেন দর্শকরা। 

 

গত মাস থেকে পশ্চিম আমেরিকা ট্যুরে আছেন জনপ্রিয় কৌতুকশিল্পী গৌরব গুপ্তা। রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি — তাঁর একটি লাইভ শো-র ক্লিপ, যেখানে এক পাকিস্তানি দর্শকের উপস্থিতি ঘিরে মঞ্চে তৈরি হয় এক ভাইরাল, তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত মুহূর্ত। এবং অবশ্যি হাসির সুনামি! 

 

ভিডিওতে দেখা যায়, গৌরব একটু থমকে যান যখন জানতে পারেন, দর্শকাসনে একজন পাকিস্তান থেকে এসেছেন। সঙ্গে সঙ্গে দর্শকদের চিৎকার— “সিন্দুর!”… ভারতীয় মিলিটারি রেসপন্সের নাম শুনেই গোটা হল যেন গর্জে ওঠে। তৎক্ষণাৎ গৌরব ঠান্ডা মাথায় ছদ্ম-বকুনির ভঙ্গিতে বলেন, “অ্যাই ভদ্রভাবে চুপ করে বসো!”… এরপরেই সেই পাকিস্তানি দর্শকের বিরুদ্ধে আসে তাঁর একের পর এক হাসির উড়োন তুবড়ি - “দাদা, অনেক সাহস আপনাদের! ভাবলেন শিল্পীরা তো ব্যান, কিন্তু দর্শকরা তো এখনও ঢুকছে!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Gaurav Gupta (@gaurav_comic)