আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার নতুন কোচ ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই ভারতীয় দলের কোচ হলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে এমনই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। জয় শাহ লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। খুব কাছ থেকে গৌতম তার সাক্ষী থেকেছে। সারা কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় সাফল্য পেয়েছে। আমার বিশ্বাস, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই আদর্শ ব্যক্তি। টিম ইন্ডিয়া সম্বন্ধে ওর স্বচ্ছ ধারণা, দূরদৃষ্টির সঙ্গে ওর কয়েকটা অভিজ্ঞতা ওকে এই দায়িত্ব পেতে সাহায্য করেছে। ওর নতুন যাত্রায় বিসিসিআই সবরকম সহযোগিতা করবে।' এর আগে রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা পোস্ট করেন জয় শাহ। কোচের দৌড়ে দীর্ঘদিন ধরেই এগিয়ে ছিলেন গম্ভীর। তাঁর শর্তাবলীও মেনে নেয় বোর্ড। বেতন নিয়ে সমঝোতা চলছিল। সেই কারণেই ঘোষণার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। বর্তমানে জিম্বাবোয়ে সিরিজ খেলছে ভারতের জুনিয়র ব্রিগেড। সেখানে কোচের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এরপর শ্রীলঙ্কা সফর রয়েছে। সেই সফর থেকেই কোচের দায়িত্ব নেবেন গম্ভীর। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ছাড়াই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যাত্রা শুরু হবে গৌতির। এদিকে গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ায় নতুন করে কেকেআরের জন্য মেন্টর খুঁজতে হবে শাহরুখ খানকে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন গম্ভীর। সেখানে এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন, কোচের দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছেন তিনি।