আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে শুরুটা ভাল না হলেও, সাদা বলের ক্রিকেটে জয়জয়কার গৌতম গম্ভীরের। তাঁর কোচিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে ভারত। তবে টেস্টে কোচ হিসেবে তাঁর অভিষেক ততটাই ম্যাড়ম্যাড়ে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারতীয় দল। তারপর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাসকর সিরিজে হার। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ স্মৃতি তুলে ধরেন গৌতম গম্ভীর। জানান, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার জীবনেও ভুলতে পারবেন না।
ঘরের মাঠে টেস্টে আধিপত্যের প্রসঙ্গ তোলেন আকাশ চোপড়া। তার উত্তরে গম্ভীর বলেন, শুধুমাত্র ঘরের মাঠে নয়, যেকোনও ভাল দল অ্যাওয়ে সিরিজেও আধিপত্য বিস্তার করার ক্ষমতা রাখে। যদি তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী হতে চায়। গম্ভীর বলেন, 'বিশ্বের সেরা দল হতে গেলে কোনও কিছুই বাধা হওয়া উচিত নয়। আমার মনে হয় না শুধুমাত্র ঘরের মাঠে আধিপত্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অ্যাওয়ে ম্যাচেও একই ছন্দ ধরে রাখা উচিত। ভারতের এই তরুণ দল সেটা করে দেখিয়েছে। ইংল্যান্ড আমাদের কাছে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। একটা তরুণ অনভিজ্ঞ দলের ইংল্যান্ডে গিয়ে এইভাবে পারফর্ম করা সহজ নয়। শুধুমাত্র রেজাল্ট নয়, প্রতিদিন যেভাবে লড়াই করেছে, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে শুধুমাত্র ঘরের মাঠে জিততে হবে বলে আমি মনে করি না। আমার মতে, শুধুমাত্র ঘরের মাঠে আধিপত্য দেখালে, তোমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার যোগ্য নয়।'
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হারের প্রসঙ্গ উঠতেই আবেগতাড়িত হয়ে পড়েন গম্ভীর। জানান, এটা তার কোচিং কেরিয়ারের সবচেয়ে কালো অধ্যায়। যা কোনওদিন ভুলতে পারবেন না তিনি। সেই হারের কথা দলকে প্রায়ই মনে করান টিম ইন্ডিয়ার হেড কোচ। কেন কোনও প্রতিপক্ষকে হেলাফেলা করা যায় না, সেটা বারবার ছেলেদের মনে করান। গম্ভীর বলেন, 'আমার মনে হয় না কোচিং জীবনে আমি কোনওদিন এটা ভুলতে পারব। আমার ভোলাও উচিত নয়। আমি সেটা ছেলেদের বলেছি। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে কখনও অতীতও মনে রাখতে হয়। কারণ অতীত ভুলে গেলে, ভবিষ্যতে আবার একই ভুল করার সম্ভাবনা থাকে। কোনও কিছুই হেলাফেলা করা উচিত নয়। সবাই ভেবেছিল আমরা নিউজিল্যান্ডকে অনায়াসেই হারিয়ে দেব। কিন্তু ক্রিকেট আলাদা। আমার মনে হয়, ড্রেসিংরুমে আমাদের সবসময় নিউজিল্যান্ড সিরিজের কথা মনে করাতে হবে। সেই কারণেই আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে চাই না।' ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে জয় দিয়ে শুরু করে টিম ইন্ডিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় সময়ের অপেক্ষা।
