আজকাল ওয়েবডেস্ক: চলে গেলেন ১৯৯০ বিশ্বকাপের নায়ক আন্দ্রেস ব্রেমে। হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালের একমাত্র গোল করেছিলেন ব্রেমে। তাঁর গোলেই মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। মঙ্গলবার জার্মান প্রেস এজেন্সি তাঁর মৃত্যুর খবর জানায়। তাঁর ফুটবল জীবনের সেরা মুহূর্ত বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে গোল। রোমে ব্রেমের করা গোলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় জার্মানি। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে পশ্চিম জার্মানি। ভেঙে দেন মারাদোনার স্বপ্ন। মূলত লেফট ব্যাক হলেও গোল করার ক্ষমতা ছিল তাঁর। ডেড বল স্পেশালিস্ট ছিলেন। ফ্রিকিক এবং পেনাল্টি থেকে গোল আছে ব্রেমের। দেশের জার্সিতে আটটি গোল আছে তাঁর। ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা দশ বছর পশ্চিম জার্মানির হয়ে খেলেন। তিনটে বিশ্বকাপ খেলেছেন। তিনবার ইউরো কাপে অংশগ্রহণ করেন। ১৯৮৪ সালে ইউরোর সেরা ফুটবলার হন। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের হয়ে খেলেন। ১৯৯৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ব্রেমের মৃত্যুতে শোকের ছায়া বিশ্বফুটবলে।
