আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝেই বড় ধাক্কা গুজরাট টাইটান্স শিবিরে। কোটিপতি লিগ থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান নিউজিল্যান্ডের অলরাউন্ডার। গুজরাটের হয়ে আইপিএলে হাতেখড়ি হওয়ার আগেই ছিটকে গেলেন। বাউন্ডারি আটকানোর সময় কুঁচকিতে চোট পান। যার ফলে নতুন দলের হয়ে অভিষেকের আগেই গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন ২৮ বছরের তারকা। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়, 'আমরা গ্লেনের দ্রুত আরোগ্য কামনা করছি।' আইপিএলের মাত্র দুটো ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছেন কাগিসো রাবাডা। ফিলিপসের চোট গুজরাটের জন্য বড় সেটব্যাক। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের ফিল্ডারদের মধ্যে নজর কেড়েছিলেন ফিলিপস। শূন্যে লাফিয়ে দুরন্ত ক্যাচ দেন। টুর্নামেন্টের সেরা ক্যাচ ছিল সেটা। ব্যাটের হাতও শক্তিশালী। বড় শট মারতে পারেন। এবারের শুরুটা ভাল হয়েছে গুজরাটের। টপ অর্ডারে সফল সাই সুদর্শন, শুভমন গিল এবং জস বাটলার। ফিলিপসের অনুপস্থিতিতে গুজরাটের বেঞ্চের শক্তি কিছুটা দুর্বল হবে। ভাল দল হলেও অল্প সময়ের মধ্যে দু'জন আন্তর্জাতিক তারকার ছিটকে যাওয়া ভবিষ্যতে তাঁদের স্ট্র্যাটেজি তৈরিতে বাধা হতে পারে।