আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিনের অপেক্ষা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ। যার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মার্কি লড়াইকে কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছে। প্রহর গোনা চলছে। কিন্তু হ্যারিস রউফ দাবি করছেন, পাকিস্তানের কাছে এই ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতো। তাঁদের ওপর কোনও বাড়তি চাপ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় রবিবার মরণ-বাঁচন‌ ম্যাচ বাবরদের সামনে। হারলেই শেষ চারে যাওয়ার আশা শেষ। টিকে থাকতে জিততেই হবে। সেদিক থেকে অনেক খোলা মনে খেলতে পারবে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিয়ে শুরু করেছে রোহিত অ্যান্ড কোম্পানি। শুভমন গিল শতরান করেছেন। সবদিক থেকেই চাপে থাকার কথা পাকিস্তানের। কিন্তু তারকা বোলারের দাবি, ভারত ম্যাচের সঙ্গে বাকি ম্যাচের কোনও পার্থক্য নেই। হ্যারিস রউফ বলেন, 'ভারতের বিরুদ্ধে ম্যাচে কোনও চাপ নেই। সব প্লেয়ারই ফুরফুরে মেজাজে আছে। আমরা আর পাঁচটা ম্যাচের মতো এই ম্যাচটাকে নেব।' 

রউফ দাবি করেন, তিনি ১০০ শতাংশ ফিট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভার বল করে সেটা প্রমাণও করেন। তবে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ ইতিহাস। প্লেয়াররা শুধুমাত্র ভারত ম্যাচে ফোকাস করছে। এর আগে দুবাইয়ে ভারতীয় দলকে হারিয়েছে পাকিস্তান। এটাই গোটা দলকে মোটিভেশন দেবে। রউফ বলেন, 'এর আগে আমরা দুবাইয়ে দু'বার ভারতীয় দলকে হারিয়েছি। তাই এখানকার পরিবেশ এবং পরিস্থিতি আমরা ভালভাবে জানি। আমাদের গেমপ্ল্যান সেদিনের পরিস্থিতি এবং পিচের ওপর নির্ভর করবে।' সাইম আইয়ুবের পর ফকর জামানের ছিটকে যাওয়া বড় ক্ষতি। তবে পাক পেসার মনে করেন, বাকিরাও দলকে জেতানোর জন্য যথেষ্ট সক্ষম। রউফ বলেন, 'সাইম আইয়ুবের পর ফকর জামানের ছিটকে যাওয়া অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের জন্য বড় সেটব্যাক। তবে দলে এমন প্লেয়ারও আছে যারা আমাদের পরবর্তী পর্যায় নিয়ে যেতে পারবে।' ভারতের বিরুদ্ধে ম্যাচে নায়ক হওয়া সহজ। ভাল খেললেই গোটা বিশ্বের নজরে চলে আসে সংশ্লিষ্ট ক্রিকেটার। তবে তার জন্য স্নায়ু ধরে রাখতে হবে। এটাই পাকিস্তানিদের সবচেয়ে কঠিন পরীক্ষা।