আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের যুবসমাজ প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই প্রেক্ষাপটে সংসদে যুব কর্মসংস্থান নিয়ে আলোচনা কতটা গুরুত্ব পাচ্ছে, তা জানতে ‘ফিউচার অফ ইন্ডিয়া ফাউন্ডেশন’ বিশ্লেষণ করেছে ১৭তম লোকসভার ৬০,৫৪৮টি প্রশ্ন।

ফাউন্ডেশন জানিয়েছে, কর্মসংস্থান ও স্কিলিং-সংক্রান্ত ২৯৯টির বেশি কী-ওয়ার্ড ব্যবহার করে ১০,০০০টিরও বেশি প্রশ্ন শনাক্ত করা হয়। শেষপর্যন্ত ৮,১৯০টি প্রশ্ন সরাসরি যুব কর্মসংস্থান নিয়ে ছিল।

প্রধান কিছু পর্যবেক্ষণ: মাত্র ১৪% প্রশ্ন যুব কর্মসংস্থান নিয়ে, যদিও ৪৮১ জন এমপি অন্তত একটি প্রশ্ন তুলেছেন। মহারাষ্ট্র এই বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছে।

অধিকাংশ প্রশ্ন সরকারি চাকরির শূন্যপদ, স্কিল ডেভেলপমেন্ট এবং ঋণপ্রাপ্তি নিয়ে, ভবিষ্যতের কাজ যেমন গিগ ইকোনমি বা AI নিয়ে প্রশ্ন তুলেছেন খুব কম সাংসদ।

বহু প্রশ্ন শুধুমাত্র তথ্য চেয়েছে, যা সরকারি স্তরে সহজলভ্য হওয়া উচিত। ফাউন্ডেশন জানিয়েছে, এখন থেকে প্রতি অধিবেশন শেষে এই বিশ্লেষণ প্রকাশ করা হবে এবং অন্যান্য সামাজিক ইস্যু যেমন নারী ও দলিত যুবদের নিয়েও আলাদা ট্র্যাকিং করা হবে।

ভারতের যুবসমাজ কেবল চাকরি নয়, মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ চায়—এটাই এখন সংসদের কাছে সবচেয়ে বড় বার্তা।