আজকাল ওয়েব ডেস্ক: যৌনতা নিয়ে কথা বলতে আজও রাখঢাক রয়েছে। কিন্তু খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। নিঃসন্দেহে শারীরিক মিলন দু’টি মানুষের সম্পর্কের রসায়নকে আরও দৃঢ় করে। সার্বিকভাবে সুস্থ জীবনের জন্যও সুখকর যৌনজীবন জরুরি। বিবাহিত বা প্রেম জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ যৌনতা এক বিশেষ অনুভূতিও বটে। কিন্তু কখনও ভেবে দেখেছেন মাসে কতদিন সহবাস করা উচিত? সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে সেই তথ্য।
পৃথিবী জুড়ে কয়েক হাজার মানুষের যৌন জীবন নিয়ে গবেষণা করা হয়েছে। প্রতি মাসে বিভিন্ন বয়সের মানুষেরা কতবার সহবাস করেন তার উপরে সমীক্ষা চালান ইন্ডিয়ানা ইউনিভার্সিটি'স কিনসে ইনস্টিটিউটের গবেষকরা। বিভিন্ন প্রজন্ম প্রতি মাসে কত বার যৌন মিলনে লিপ্ত হয় তার বিশদ বিবরণ দেওয়া হয়। সেখানেই চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। দেখা গেছে, একালের প্রজন্ম 'জেনারেশন জেড’ বা ‘জেন জি’, যাঁরা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁদের যৌন জীবন আগের প্রজন্মের তুলনায় অনেক কম।
'ফিল্ড' নামে ডেটিং অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছে। ৭১টি দেশের অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে। সেই সমীক্ষার তথ্য বলছে, জেন জেড মাসে গড়ে মাত্র তিন বার সহবাস করে। পরিবর্তে মিল্লেননিয়ালস এবং জেনারেশন এক্স মাসে পাঁচ বার সহবাস করে। অন্যদিকে, বেবি বুমারস অর্থাৎ ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাদের জন্ম তাঁরাও জেন জেডের মতো মাসে তিন বার সহবাস করেন।
আসলে বর্তমানে নতুন প্রজন্ম তাঁদের কেরিয়ার ও অন্যান্য বিষয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। সেই কারণে তাঁদের থেকে বেশি বয়সীদের তুলনায় কম সহবাস করেন তাঁরা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি ও কম বয়সীদেরই সবচেয়ে কম সক্রিয় যৌন জীবন রয়েছে। শুধু তাই নয়, জেন জেডের অর্ধেক সিঙ্গেল রয়েছে, যেখানে মিল্লেননিয়াল, জেনারেশন এক্সের ২০ শতাংশ সিঙ্গেল। তবে যতই কম সহবাস করুন না কেন, বিছানায় বর্তমান প্রজন্ম কিন্তু অনেক বেশি দু:সাহসী।
তাহলে মাসে ঠিক কতবার সহবাস করা উচিত? গবেষকদের মতে, প্রত্যেক মানুষের যৌন জীবন আলাদা হয়। কারওর কাছে যেখানে সপ্তাহে এক বার সহবাসই যথেষ্ট, অন্যদের কাছে তা নাও হতে পারে। তবে যৌন মিলে দু'জন পার্টনার সন্তুষ্ট হয়েছেন কিনা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
