এবছরের দুর্গাপুজো শেষ। বিদায় বেলায় মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুর খেলা। দুর্গাপুজোর অন্যতম অঙ্গ এই সিঁদুরখেলা। যা নিয়ে উৎসব শেষে মনখারাপের মাঝেও থাকে এক রাশ উন্মাদনা। এদিকে পরষ্পরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার ফাঁকে অনেক সময়ে সাধের শাড়ির বেহাল দশা হয়। লালপেড়ে সাদা শাড়ি পরে সিঁদুর খেলার চল রয়েছে। সাদা শাড়িতে সিঁদুরের দাগ চিন্তার ভাঁজ পড়ে কপালে। যা দ্রুত সঠিক উপায়ে পরিষ্কার না করলে শাড়ি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে কয়েকটি উপায়ে সহজেই শাড়ি থেকে সিঁদুরের দাগ তুলতে পারেন। জেনে নিন সেই বিষয়ে-
১. শেভিং ক্রিম ব্যবহার করে পোশাক থেকে সিঁদুরের দাগ তুলতে পারেন। শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর একটা ব্রাশ দিয়ে ঘষলেই দেখবেন দাগ উঠে যাচ্ছে।
২. শাড়ি থেকে সিঁদুরের দাগ তোলায় কাজে লাগাতে পারেন ফ্রিজের বরফও। বরফের টুকরো কাপড়ে মুড়ে সিঁদুরের দাগের উপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পরই কাপড় পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুনঃ পুজোয় দেদার রোল-ফুচকা খেয়ে অ্যাসিডিটি! ওষুধ ছাড়াই কমবে পেট-বুকে জ্বালা, কীভাবে জানুন
৩. হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে? কাপড়ে সিঁদুরের দাগ তুলতে সেটিও ব্যবহার করতে পারেন। স্যানিটাইজারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলতে সাহায্য করে। শাড়ির উপর স্যানিটাইজার স্প্রে করে শুকনো কাপড় দিয়ে ঘষুন। সিঁদুরের দাগ এমনি উঠে যাবে।

৪. শাড়ি থেকে সিঁদুর তোলার আরও একটি খুব ভাল উপায় হল ভিনিগার। যার জন্য গরম জলে এক চামচ ভিনিগার মিশিয়ে শাড়িতে সিঁদুরের দাগের অংশটি ওই জলে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর সিঁদুরের রং ফিকে হয়ে যাবে।
৫. শাড়ি থেকে প্রথমেই বাড়তি সিঁদুর ঝেরে ফেলুন। তারপর সুতির কাপড় দিয়ে ওই অংশের সিঁদুর আলতো করে মুছে নিন। এতে অতিরিক্ত সিঁদুর পরিষ্কার হয়ে যাবে। অনেক সময়ে সাধারণ সাবানেই সিঁদুরের দাগ উঠে যায়। যদি না হয় তখন এই সব টোটকা ব্যবহার করতে পারেন। তবে লিনেন বা সুতির কাপড়ের ক্ষেত্রে সাদা ভিনিগার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাপড় থেকে সিঁদুরের দাগ তুলতে গিয়ে কাপড়ে ভিনিগারের দাগ উঠতে নাও পারে।
