হৃতিক রোশন এই মুহূর্তে রয়েছেন আমেরিকায়, একটানা কাজের ব্যস্ততা কাটিয়ে উপভোগ করছেন একান্ত ছুটি। তবে সোমবার সকালে হঠাৎই নিজের ইনস্টাগ্রামে তিনি শেয়ার করলেন এমন কিছু ছবি, যা মুহূর্তে ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। কারণ ছবিতে দেখা গেল, হৃতিকের পাশে বিশ্বখ্যাত অ্যাকশন আইকন জ্যাকি চ্যান!

গতকাল-ই নিজের বান্ধবী তথা অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন বলিউডের এই ‘গ্রিক গড’। সেইসব ছবি দেখেই নেটপাড়ায় রব উঠেছিল, এই দু’জনে আমেরিকার বিখ্যাত বেভারলি হিলস অঞ্চলে ছুটি কাটাচ্ছেন। সেই বিষয়ে অবশ্য তখন কিছু বলেননি নলি তারকা।

 

বেভারলি হিলসের রাস্তা থেকে জ্যাকি চ্যানের সঙ্গে শেয়ার করা সেই ছবিগুলির সঙ্গে হৃতিক লিখেছেন, “আপনার সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে, স্যার। ভাঙা হাড় আড়চোখে আপনার শরীরে ভাঙা সব হাড়ের দিকে দেখে নিল...” সহজ কথায় যার মানে দাঁড়ায়- “আমার ভাঙা হাড় সবসময় শ্রদ্ধা জানায় আপনার ভাঙা হাড়কে, স্যার!”

 

ছবিতে দেখা যায়, হৃতিক একেবারে স্বতঃস্ফূর্ত স্টাইলে সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেট, মিলিয়ে সাদা প্যান্ট ও হ্যাটে সাজানো। অন্যদিকে, জ্যাকি চ্যান পরেছেন কালো শার্ট ও প্যান্ট, মুখে তাঁর সেই চেনা উষ্ণ হাসি। দুই তারকার মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ছাপ রয়েছে, তা স্পষ্ট ফুটে উঠেছে ফ্রেমে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hrithik Roshan (@hrithikroshan)