‘ওয়ার ২’— অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত তাদের ‘স্পাই ইউনিভার্স’-এর বহুল প্রতীক্ষিত অধ্যায়। ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৪ আগস্ট। হৃতিক রোশন, কিয়ারা আদবানি ও দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর-কে এক ফ্রেমে দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু থিয়েটারে মুক্তির পর ছবিটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি।


তবে যাঁরা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাঁদের জন্য সুখবর! ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ঘোষণা করেছে, বৃহস্পতিবার ৯ অক্টোবর থেকেই ‘ওয়ার ২’ স্ট্রিম হবে তাদের প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডেল থেকে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে —“রাগ দ্বিগুণ, রণক্ষেত্রও দ্বিগুণ! হৃতিক ফিরছেন ‘ওয়ার ২’-এ, ৯ অক্টোবর থেকে নেটফ্লিক্সে আগুন ঝরাবে সিনেমা!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)