প্রভাসের বহুল চর্চিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে দর্শকদের উত্তেজনা আকাশচুম্বী। কিন্তু এর মাঝেই যেন বাজ পড়ল হঠাৎ—দীপিকা পাড়ুকোন আর থাকছেন না ‘কল্কি ২’-এর টিমে! প্রযোজকদের অফিসিয়াল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে একের পর এক চমকপ্রদ দাবি, পাল্টা দাবি আর অন্দরমহলের নানা কানাঘুষো। ‘কল্কি ২৮৯৮ এডি’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো নিয়ে ছবির প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজ তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছে, “জানানো হচ্ছে যে, ‘কল্কি ২৮৯৮ এডি’-র আসন্ন সিক্যুয়েলের অংশ নন দীপিকা পাড়ুকোন। গভীর চিন্তাভাবনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবির দীর্ঘ যাত্রা সত্ত্বেও আমরা পার্টনারশিপ খুঁজে পাইনি। আর ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো একটি ছবির জন্য প্রয়োজন অটল প্রতিশ্রুতি। ওঁর আগামী কাজের জন্য শুভকামনা রইল আমাদের তরফে।”

ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস, দীপিকার চড়া দাবিতেই নাকি প্রযোজকদের ‘চোখ কপালে’ উঠেছিল! দীপিকা নাকি ‘কাল্কি ২’-এর জন্য প্রথম ছবির তুলনায় দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন। এতটাই বিশাল অঙ্ক যে প্রযোজকদের নাকি সত্যি ‘চোখ কপালে ওঠে’। শুধু তাই নয়, শুটিংয়ের সময় প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা কাজ করার শর্তও দিয়েছিলেন নায়িকা। এছাড়াও শোনা যাচ্ছে, নিজের টিমের জন্য বিলাসবহুল ট্রিটমেন্ট, পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা, খাওয়াদাওয়ার খরচ মিলিয়ে একেবারে রাজকীয় আতিথেয়তা দাবি করেছিলেন দীপিকা।

আবার কেউ কেউ এও বলছেন , দীপিকা নাকি ২৫ শতাংশ বাড়তি পারিশ্রমিক এবং ৭ ঘণ্টার শুটিং-শিফট চেয়েছিলেন। টিমে তাঁর সঙ্গে থাকেন প্রায় ২৫ জন সদস্য—তাঁদের জন্যও একই রকম ফাইভ-স্টার আতিথেয়তার দাবি ওঠে। প্রযোজকরা নাকি একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও অভিনেত্রী নিজের দাবিতে অনড় ছিলেন।

এরপরেই আসে প্রযোজকদের আনুষ্ঠানিক ঘোষণা।  বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে জানিয়ে দিল—দীপিকা আর নেই ‘কাল্কি ২’-এ। পোস্টে লেখা হয়, “ আর  কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলের অংশ নন। দীর্ঘ আলোচনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘কল্কি’র মতো ছবির জন্য দরকার অবিচল কমিটমেন্ট। আমরা তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানাই।”

এখন বড় কৌতূহল—‘কল্কি ২’-এ প্রভাসের বিপরীতে দেখা যাবে কাকে? দীপিকার হঠাৎ এক্সিটে ছবির কাস্টিং নিয়ে নতুন জল্পনা, নতুন দৌড় শুরু হয়ে গেল ইন্ডাস্ট্রিতে।

এর আগে ‘স্পিরিট’-এ দীপিকার জায়গা নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যেখানে দীপিকা এই ছবির জন্য ২০ কোটি পারিশ্রমিক দাবি করেছিলেন, সেখানে মাত্র ৪ কোটিতেই রাজি হয়েছেন তৃপ্তি। তবে এবার 'কল্কি'র সিক্যুয়েলে দীপিকার জায়গা কে নেয়, সেটাই দেখার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অভিনেত্রী খোঁজা শুরু করেছেন নির্মাতারা। যদিও চরিত্রটিই ছবি থেকে বাদ দেওয়ার কথাও উঠছে।

নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছিল সাম্প্রতিক কালের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত ডিস্টোপিয়ান কাহিনি ভারতীয় সিনেমায় এক নতুন মাইলফলক ছুঁয়েছিল। দীপিকা সেখানে অভিনয় করেছিলেন ‘সুমতি’ চরিত্রে। প্রভাসের অ্যাকশননির্ভর আখ্যানের মধ্যে তিনি এনে দিয়েছিলেন আবেগের ভারসাম্য। দর্শক-সমালোচকরা তাঁর পারফরম্যান্সের গভীরতা এবং হৃদয়মথিত আবেগকে বিশেষভাবে প্রশংসা করেছিলেন। তাই এই ছবির সিক্যুয়েলে তাঁর চরিত্রের আরও বিস্তৃত যাত্রা দেখা যাবে বলে আশা করেছিলেন ভক্তরা। তবে এই ঘোষণার পর সেই জায়গাতেই এখন তৈরি হয়েছে বড় শূন্যতা।