আজকাল ওয়েবডেস্ক: রবিবার আইপিএলের মেগা নিলামের গাইডলাইন জানিয়ে দিল বিসিসিআই।‌ দু'দিন ব্যাপী নিলামের টাইমলাইন সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমদিন ৮৪ জন প্লেয়ার নিলামে উঠবে। ওপেনিং ডে-তে প্রথম ১২ সেটের নিলাম হবে। বাকিটা হবে সোমবার। রাইট টু ম্যাচ কার্ডের নতুন নিয়মকানুনও জানিয়ে দিয়েছে বোর্ড। ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে ১৪টি রাইট টু ম্যাচ কার্ড রয়েছে। বাকিরা এই বিকল্প ব্যবহার করে ফেলেছে। নিলাম শুরু হবে দুই সেটের মার্কি প্লেয়ারদের দিয়ে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে দেশি, বিদেশি মিলিয়ে ছ'জন ক্রিকেটার রয়েছে। 

১২ জন মার্কি প্লেয়ারের নিলামের পরে একটি বিরতি দেওয়া হবে। মধ্যাহ্নভোজের বিরতির পর ক্যাপড ব্যাটারররা নিলামে উঠবে। তারপর অলরাউন্ডার এবং উইকেটকিপারদের নিলাম। এরপর আবার ১৫ মিনিটের বিরতি। তারপর ক্যাপড বোলারদের নিলাম। প্রথম দিনের শেষ সেটে থাকবে প্রথম আনক্যাপড প্লেয়ারদের তালিকা। যার ফলে ফাফ ডু'প্লেসি, কেন উইলিয়ামসন, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানেরা দ্বিতীয় দিনের নিলামে উঠবে। বাকি সমস্ত প্লেয়ারদের নিলাম হবে সোমবার। ১১৬ নম্বর প্লেয়ারের পর থেকে দ্বিতীয় দিনের নিলাম শুরু হবে।