আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামের দামামা বেজে গিয়েছে। শোনা যাচ্ছে পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মেগা নিলাম হবে। তার আগে রিটেনশন তালিকা তৈরি করে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের তালিকা তৈরি করে ফেলেছে। লিস্টে সবার প্রথমে কার নাম আছে জানেন? না, হার্দিক পাণ্ডিয়া নয়, তাঁকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন যশপ্রীত বুমরা। তিনিই প্রথম প্লেয়ার যাকে রিটেন করবে মুম্বই। আইপিএলে অভিষেক থেকে মুম্বইয়ে খেলছেন বুমবুম। রোহিতদের পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। একাধিক ম্যাচে দলকে জিতিয়েছেন। যার ফলে হার্দিকের আগে তাঁকে রিটেন করা হবে। এর আগে রোহিত শর্মা মুম্বইয়ের প্রথম পছন্দ ছিল। বুমরা ছাড়াও হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে রেখে দেবে মুম্বই।
হার্দিকের আগে বুমরাকে রিটেন করার সিদ্ধান্ত একেবারেই অবাক করার মতো নয়। মুম্বইয়ের বোলিং আক্রমণের স্তম্ভ ভারতীয় পেসার। গত কয়েক বছরে মুম্বইয়ের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নেন ৩০ বছরের বোলার। গড় ২২.৫১। ইকোনমি রেট ৭.৩০। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল জিতেছে। তারমধ্যে চারবার জয়ী দলের সদস্য বুমরা। গত আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল মুম্বইয়ের। তারমধ্যেও একমাত্র সাফল্য পান ভারতীয় পেসার। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন বুমরা। প্রসঙ্গত, এখনও রিটেনশনের নিয়মকানুন চূড়ান্ত করেনি বিসিসিআই। এর মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
