সংবাদ সংস্থা মুম্বই: আলিয়া ভাট অভিনীত ছবি 'জিগরা' বক্স অফিসে ভরাডুবির পর থেকেই নানা কথা রটছে। অ্যাকশন-থ্রিলারটি পরিচালনা করেছেন ভাসান বালা কেউ কেউ বলছেন, সিনেমা ডোবায় নাকি পরিচালক ভাসান বালার ওপর মারাত্মক রেগেছেন করণ। যদিও সম্প্রতি করণ স্পষ্ট করে দেন, এসবই ভুয়ো খবর। এবার নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন ভাসান!
সম্প্রতি, ভাসান এবং তাঁর পরিচালিত এই ছবিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। 'জিগরা' নিয়ে উচ্চকিত ধারণা পোষণ করার জন্য নানা ধরনের কটাক্ষের শিকারও হতে হয়েছে পরিচালককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাসান এও জানিয়েছিলেন, কোনও ছবির সাফল্য কেবলমাত্র বক্স অফিস সাফল্যের অঙ্কের নিরিখেই মাপা যায়, এহেন ধারণায় তিনি মোটেই বিশ্বাসী নন। এরপর তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড়ের তীব্রতা বেড়ে যায় আরও। তারপরেই এই কাণ্ডটি করে বসলেন 'জিগরা' ছবির পরিচালক।
প্রসঙ্গত, ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশনস এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশন।ব্যবসায়িক দিক থেকে এখনও পর্যন্ত আলিয়ার কেরিয়ারের সবচেয়ে ব্যর্থ ছবি হতে চলেছে 'জিগরা'। অন্যদিকে এই ছবিকে ঘিরে 'লড়াই' চলেছে করণ জোহর এবং পরিচালক-অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের মধ্যে। আলিয়া ভাটকেও ছাড়েননি তিনি। 'জিগরা' অভিনেত্রীকেও একহাত নিয়েছেন দিব্যা!
ইনস্টাগ্রামে একটি প্রায় শূন্য জনপ্রিয় বেসরকারি প্রেক্ষাগৃহের ছবি পোস্ট করেন দিব্যা খোসলা কুমার। সঙ্গে লেখেন যে 'জিগরা' ছবির বক্স অফিসের আয় সম্পর্কে যে তথ্য আলিয়া ছড়াচ্ছেন তা সর্বৈব মিথ্যে! অভিনেত্রী লিখেছেন, "... জিগরা দেখতে হাজির হয়েছিলাম। দেখলাম পুরো হল ফাঁকা... আসলে এই ছবি যে যে প্রেক্ষাগৃহে চলছে, সবগুলোই ফাঁকা পড়ে থাকছে! সত্যিই আলিয়া ভাটের প্রচুর 'জিগরা' যে নিজেই নিজের ছবির সব টিকিট কেটে নিচ্ছে এবং বক্স অফিস কালেকশন নিয়ে গুলতাপ্পি মারছে..." এই লেখার সঙ্গে দশেরা শুভেচ্ছা জানিয়ে চিমটি কাটতেও ভোলেননি দিব্যা। দিব্যার এই পোস্ট দেখে চুপ করে থাকেননি করণও। দিব্যার নাম না তুলে মুখ খুলেছেন তিনি। এই জনপ্রিয় পরিচালক-প্রযোজক লেখেন, "বোকাদের পাল্টা জবাব দেওয়ার সেরা উপায় হল চুপ করে থাকা।"
