অভিনয় থেকে রাজনীতির ময়দানে সফলতা পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর প্রেম জীবন থেকেছে বরাবরই চর্চায়। অভিনেত্রীর নানা বেফাঁস মন্তব্যও নেটিজেনদের বিনোদনের খোরাক। এবার ফের নিজের 'কষ্ট'-এর কথা বলতে গিয়ে ফের বিতর্ক তৈরি করলেন কঙ্গনা। টেনে আনলেন শাহরুখ খানের নামও!
সিনেমার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং সাফল্য পেতে কঙ্গনা যে পথ বাছাই করে নিয়েছেন, তা নিঃসন্দেহে অন্যদের তুলনায় ভিন্ন। সম্প্রতি, এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজের সিনেমা জীবন ও সফলতার গল্প ভাগ করলেন। তিনি স্পষ্ট করলেন, তাঁর পরিবার অত্যন্ত সাধারণ এবং সরল, যা তাকে অন্য সফল অভিনেতাদের থেকে আলাদা করেছে।
কঙ্গনা বলেন, “আমি কেন এত সফল হয়েছি? সম্ভবত, আমার মতো কেউই গ্রাম থেকে এমনভাবে উঠে আসতে পারেনি এবং মূলধারার ছবিতে এমন সাফল্য পেতে পারেনি। আপনি যদি শাহরুখ খানের কথা বলেন, তিনি দিল্লির কনভেন্ট স্কুলে পড়েছেন। আমি এমন একটি গ্রামের মেয়ে, যার নাম হয়তো কেউ শোনেইনি, সেই গ্রামের নাম ভামলা।” তিনি আরও যোগ করেন, “ অনেকেই হয়তো আমার এই কথার সঙ্গে একমত হবেন না, তবে আমার মনে হয় আমার সাফল্যের অন্যতম কারণ হল, আমি সাংঘাতিক সৎ। শুধু অন্যদের সঙ্গে নয়, নিজেকেও আমি মিথ্যা বলি না।”
হিমাচল প্রদেশের ভামলা গ্রাম থেকে উঠে আসা কঙ্গনা, কিশোরী বয়সে বাড়ি ছেড়ে মুম্বই এসেছিলেন। ১৯ বছর বয়সে গ্যাংস্টার সিনেমায় প্রথম কাজের সুযোগ পান। এরপর রাজ ২, ফ্যাশন সহ একাধিক জনপ্রিয় ছবির মাধ্যমে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। গত দশকে তিনটি ব্যাক-টু-ব্যাক সর্বোচ্চ আয়ের নারীকেন্দ্রিক ছবিতে মুখ্যভূমিকায় তিনি প্রমাণ করেছেন যে, তিনি নিজের প্রজন্মের অন্যতম প্রধান তারকা। কঙ্গনা চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।
অন্যদিকে, শাহরুখ খান দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ক্যান্টিন চালাতেন এবং মা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ছোট বয়সেই শাহরুখ তাঁর মা-বাবা দু'জনকেই হারান। ছোটপর্দায় ধারাবাহিক ফৌজি এবং সার্কাস-এর মাধ্যমে পরিচিত হয়ে বড়পর্দায় আসেন ১৯৯১ সালে। ডর, বাজিগর এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর মতো সব সিনেমা তাকে বলিউডের তারকা বানায়। তিন দশকের বেশি সময় ধরে তিনি সেরা বক্স অফিস বাদশা হিসেবে থেকে গিয়েছেন।
সম্প্রতি কঙ্গনার ইমার্জেন্সি ছবিটি বক্স অফিসে সাফল্য পাননি। তবে তার সামনে বড় খবর হল, তিনি আগামী বছর এক হরর ড্রামার মাধ্যমে হলিউডে পা রাখবেন।
