আজকাল ওয়েব ডেস্ক: সুগন্ধি ছাড়া যেন সাজ সম্পূর্ণ হয় না। যতই কেতাদুরস্ত পোশাক আর প্রসাধনীর ব্যবহার হোক না কেন, পারফিউম কিংবা বডি স্প্রে ছাড়া ফিকে হয়ে যায় সাজ। অনেকের আবার চলতে ফিরতে সুগন্ধি মাখলে মন থাকে ফুরফুরে! তবে তাড়াহুড়োয় অনেকে পোশাকে না লাগিয়ে সরাসরি ত্বকে ব্যবহার করেন সুগন্ধি। কিন্তু অ্যালকোহলের সঙ্গে নানা রাসায়নিক মিশিয়ে তৈরি পারফিউম ত্বকে লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞদের মতে, ত্বকে সরাসরি পারফিউম ব্যবহারে হতে পারে নানা বিপদ। ঠিক কী কী ক্ষতি হতে পারে? জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
নিয়মিত ত্বকে পারফিউম ব্যবহার করলে ত্বকে ঘা হতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
পারফিউমে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। এতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রগুলিকে প্রভাবিত করতে পারে।
ত্বকের যে যায়গায় নিয়মিত পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করা হয়, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সুগন্ধিতে থাকা রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে। যা থেকে ত্বকের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
পারফিউমে বিভিন্ন ধরনের ক্ষতিকর নানা যৌগ থাকে। যা অতিরিক্ত শরীরে প্রবেশ করে শ্বাসযন্ত্রের ক্ষতি করে। এই ধরনের যৌগের প্রভাবে অ্যালার্জি হতে পারে। ফলে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করুন জামাকাপড়ে ডিয়ো ব্যবহার করার। যদি একান্তই ত্বকে ব্যবহার করতে হয়, তাহলে সরাসরি ত্বকে প্রয়োগের আগে ময়শ্চারাইজার লাগিয়ে তার উপরে ডিয়ো লাগান।
