আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। পরিজনদের দেহের জন্য হাসপাতালের বাইরে স্বজনহারাদের অপেক্ষা, হাহাকার। তারপরেও একাধিকবার সমস্যায় পড়েছে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন রুটের বিমান। এবার মাঝ আকাশে সমস্যায় পড়ল ইন্ডিগোর বিমান। বিমানে বোমাতঙ্ক। আর সেই কারণেই দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান নাগপুরে দ্রুত অবতরণ করে। বিমানটিতে ১৫৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিগো একটি মেল পায়, তাতে বলা হয় বিমানের ভিতরে বোমা রাখার বিষয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে নাগপুর ডাঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দলকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়।
সম্প্রতি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত বিরতির সময় যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। সূত্রের খবর, বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গিয়েছে।
