আরজিকর কাণ্ডে তারকাদের প্রতিবাদী মন্তব্য তাই নিয়ে উত্তাল সমাজমাধ্যম। এই ঘটনার সঙ্গে পরিচিত সবাই। আরজিকরের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের ক্ষত আজও দগদগে। চিকিৎসকের বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন টলিপাড়ার তারকারা। যাঁদের মধ্যে অন্যতম সোহিনী সরকার। 

 

 

আর সেই সময়ই সোহিনী মন্তব্য করেছিলেন বাংলায় তাঁর সন্তানের জন্ম নিয়ে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সদ্য বিবাহিত সোহিনী বলেছিলেন, বাংলায় সন্তানের মা হতে তাঁর ভয় লাগে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তাঁকে ভাবায়, আদৌ ভবিষ্যতে এই দেশে তিনি মা হবেন কিনা, সেটাও ভেবে দেখবেন তিনি। অভিনেত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ জবাব দিয়েছিলেন সপাটে। 

 

 

আরও পড়ুন: ভয়াবহ রহস্যে জালে গৌরব-শ্যামৌপ্তি! সমাধান কি মিলবে? কোন ওটিটির পর্দায় দেখা যাবে নতুন সিরিজ?

 


এর আগে যদিও ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে সোহিনীকে সক্রিয় অংশ নিতে দেখে সোশাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দিলেন শব্দের খোঁচা।‘রঘু ডাকাত’ টিশার্ট পরা সোহিনীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়…।' সেই সময় সোহিনী কোনও জবাব না দিলেও, এক বছর পর এই নিয়ে মুখ খুললেন নায়িকা। 

 


আজকাল ডট ইন-এর সাক্ষাৎকারে সোহিনী বলেন, "সেই সময় সমাজমাধ্যমে অনেক কথাই উঠেছে। আসলে তখন সময়টা উত্তপ্ত ছিল, তাই সমাজমাধ্যমে মন্তব্য করেছিলাম।" এবার সোহিনীর এই মন্তব্যকে কেন্দ্র করে কুণাল ঘোষ আজকাল ডট ইন-কে বলেন, "ওঁর ভেবেচিন্তে মন্তব্য করা উচিত ছিল। পুরো বিষয়টা না জেনে, অন্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন মন্তব্য করা মোটেই উচিত হয়নি। পুরো ঘটনাটি জেনে, বুঝে মন্তব্য করা উচিত ছিল।"