আজকাল ওয়েবডেস্ক: শুরুতেই লক্ষ্যভ্রষ্ট। ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন লক্ষ্য সেন। তবে দ্বিতীয় রাউন্ডে গেলেন পিভি সিন্ধু। মঙ্গলবার চীনের লু গুয়াং ঝুর কাছে তিন গেমে হেরে ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন লক্ষ্য। ম্যাচের ফলাফল ২১-১২, ১৯-২১, ১৪-২১। প্রথম গেমে এগিয়েও তার ফায়দা তুলতে পারলেন না ২২ বছরের আলমোরার শাটলার। ৭০ মিনিটের লড়াইয়ে হার মানেন। প্যারিস অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করা লক্ষ্য গত সপ্তাহে ফিনল্যান্ডে আর্কটিক ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান। অলিম্পিকের পর দ্বিতীয় টুর্নামেন্টে অংশ নেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। 

শুরুতে লড়াই সেয়ানে সেয়ানে হচ্ছিল। একটা সময় স্কোর ৮-৮ ছিল। কিন্তু ব্রেকের আগে ১১-৯ এ এগিয়ে যান লক্ষ্য। তারপর ২০-১১ তে এগিয়ে যান। অনায়াসেই ওপেনিং গেম পকেটে পুরে নেন। দ্বিতীয় গেমেও ৮-২ এ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ব্যবধান কমিয়ে আনেন চীনের প্রতিপক্ষ। তারপরও ১৬-১১ তে এগিয়ে যান লক্ষ্য। কিন্তু এই জায়গা থেকে পরিস্থিতি বদলে দিয়ে গেম জেতেন লু। তৃতীয় গেমে প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি লক্ষ্য। দ্রুততার সঙ্গে তৃতীয় গেম এবং ম্যাচ জিতে নেন। মেয়েদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন পিভি সিন্ধু। দ্বিতীয় গেম চলাকালীন চোট পেয়ে কোর্ট ছাড়েন তাঁর প্রতিপক্ষ চাইনিজ তাইপের পাই ইউ পো। সেই সময় ২১-৮, ১৩-৭ গেমে এগিয়ে ছিলেন সিন্ধু। তাঁকেই জয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন মালবিকা বানসোদ এবং আকর্ষী কাশ্যপ।