আর্জেন্টিনা - (আলভারেজ, মেসি)

কানাডা -

আজকাল ওয়েবডেস্ক: আরও একটি কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। ভারতীয় সময় বুধবার সকালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে পৌঁছে গেলেন মেসিরা। টুর্নামেন্টে প্রথম গোল আর্জেন্টিনার অধিনায়কের। সেই মহেন্দ্রক্ষণের জন্য ৫১ মিনিট অপেক্ষা করতে হয় মেসি ভক্তদের। কোপার প্রত্যেক ম্যাচে আর্জেন্টিনা জিতলেও, গোল পাচ্ছিলেন না এলএমটেন। তাই কোথাও একটা অতৃপ্তি ছিল। এবার সেটা মিটে গেল। আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। অবশেষে বিশ্বজয়ীদের সামনে থামল কানাডার স্বপ্নের দৌড়। তবে তাঁদের কুর্নিশ করতেই হবে। প্রায় ৮০ হাজার মেসি ভক্তদের সামনে সমানে সমানে লড়াই চালিয়ে যায় কানাডা। গোল লক্ষ্য করে শট থেকে শুরু করে বলের দখল, দুই দলের মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি কানাডা। এটাই পার্থক্য গড়ে দিল। তবে সেই অর্থে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি কানাডা। 

শুরুতে বিপক্ষকে মেপে নেওয়ার চেষ্টা করেন মেসিরা। তারপর মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খোলসের মধ্যে ঢুকে থাকেনি কানাডা। রক্ষণাত্মক ফুটবলের আশ্রয় নেয়নি। বরং, সাহসী ফুটবলই খেলে। আগাগোড়াই ইতিবাচক ফুটবল খেলে প্রতিপক্ষ। যাতে স্পষ্ট আর্জেন্টিনার রক্ষণের ফাঁকফোকর। বিপক্ষে একজন অভিজ্ঞ স্ট্রাইকার থাকলে সমস্যায় পড়তে পারতেন মেসিরা। ফাইনালের আগে রক্ষণ মেরামত করতে হবে লিওনেল স্কালোনিকে। ম্যাচের ২৩ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। ডিপলের পাস থেকে গোল করেন। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লিওনেল মেসি।

ম্যাচের ৫১ মিনিটে গোল করেন। অফসাইডের দাবি জানায় কানাডার ফুটবলাররা। কিন্তু রেফারি 'ভার'এর সাহায্য নিয়ে জানিয়ে দেয়, গোল বৈধ। চলতি কোপায় মেসির প্রথম গোল। গ্রুপ পর্বে গোল পাননি। অ্যাসিস্ট থাকলেও গোল পেতে সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হল। নতুন রেকর্ড গড়ে ফেললেন তারকা ফুটবলার। ইরানের আলি দায়িকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন মেসি। ফাইনালে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে আর্জেন্টিনা।