আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ময়দানে ম্যাচ ফিক্সিং। এবার ম্যাচ গড়াপেটা নিয়ে কড়া পদক্ষেপ নিল আইএফএ। বুধবার সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটির সভায় মেসারার্স ক্লাবের ফুটবলার মুসলিম মোল্লা এবং সান্নিক মুর্মু ও সহকারী কোচ রাজীব দের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। এছাড়াও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলার অভীক গুহর বিরুদ্ধেও ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফুটবলার এবং সহকারী কোচকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে। যতদিন পর্যন্ত কলকাতা পুলিশের রিপোর্ট পাওয়া যাবে না, ততদিন এই সাসপেনশন বহাল থাকবে। অন্যদিকে মেসারার্স ক্লাব এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট দুই ক্লাবকে শোকজ করা হয়েছ। তাঁদের উত্তর সন্তোষজনক না হলে আইএফএ পরর্বতী পদক্ষেপ নেবে।
কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটা নতুন নয়। এর আগেও হয়েছে। কলকাতা লিগে খেলা দুই ক্লাব টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়ারি এসির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ২০২৩ সালের কলকাতা লিগে এই ঘটনা ঘটে। তড়িঘড়ি পদক্ষেপ নেয় আইএফএ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই দলকে নির্বাসিত করা হয়। তদন্তের ভার লালবাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। টালিগঞ্জের শুভদীপ এবং ওয়ারির মিকি ফার্নান্দেজ এবং অমিতাভ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সম্প্রতি বারবার ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার ছায়া নেমে আসছে। ২০২৪ সালে দিল্লি ফুটবল লিগেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। আহবাব এফসি এবং রেঞ্জার্স এসসির ম্যাচে এই অভিযোগ ওঠে। এবার আরও একবার কলঙ্কিত কলকাতা ময়দান। এবার নিশানায় কলকাতার দুই ঐতিহ্যশালী ক্লাব। দুই ক্লাবেরই ইতিহাস সমৃদ্ধ। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত টালিগঞ্জ অগ্রগামী। ১৮৯৮ সালে ঢাকায় প্রতিষ্ঠা হয় ওয়ারির। কলকাতা ফুটবলে ডায়মন্ড সিস্টেমের সৃষ্টিকর্তা অমল দত্ত একসময় টালিগঞ্জ অগ্রগামীর কোচ ছিলেন। ১০১০ সাল পর্যন্ত ওয়ারিতে খেলেন আধুনিক ফুটবলের তারকা ফুটবলার প্রীতম কোটাল। যতক্ষণ না তদন্তের রিপোর্ট আসছে, কলকাতা লিগের ম্যাচে অংশ নিতে পারবে না দুই ক্লাব।
অন্যদিকে ডার্বি ম্যাচ সংক্রান্ত বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএকে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার ফলে অবাঞ্ছিত হিংসা কম হবে বলে তাঁর মত। তাঁর পরামর্শ মাথায় রেখেই আইএফএ মহিলা দর্শকদের মাঠে আসার জন্য উৎসাহিত করতে এক অভিনব পদক্ষেপ নিল। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ডার্বিতে মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকার টিকিটে ছাড় দিয়ে ১০০ টাকা করা হয়েছে। এর ফলে মহিলা দর্শকরা আরও বেশি সংখ্যায় মাঠে আসার জন্য উৎসাহিত হবে বলে আশা আইএফএ সচিবের। ডুরান্ড কাপের জন্য বাংলার রেফারি পাওয়া যায়নি। যার ফলে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি পরিচালনা করবেন ভিন রাজ্যের রেফারি। তবে সহযোগী রেফারিরা সকলেই বাংলার।
