আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের জন্য মাঝে আট দিন বন্ধ ছিল আইপিএল। ফের কোটিপতি লিগ শুরু হওয়ায় ফিরে আসে প্লেয়াররা। তবে একাধিক অস্ট্রেলিয়ান প্লেয়ার ফিরে এলেও, ফেরেননি মিচেল স্টার্ক। বিরতির পর আবার আইপিএলে না যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আইপিএল শেষ হওয়ার তিনদিন পর অজি তারকা দাবি করেন, দিল্লি ক্যাপিটালসের প্রতি এখনও দায়বদ্ধ তিনি। জানান, তাঁর না ফেরার সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল, সেটা সময় প্রমাণ করবে। একটা সংক্ষিপ্ত বিরতির পর ১৭ মে আবার শুরু হয় আইপিএল। দিল্লির বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্টার্ক। ১১ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন তিনি। বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। 

ঘটনার সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী এবং অস্ট্রেলিয়ার মেয়েদের দলের অধিনায়ক অ্যালিসা হিলি। ধর্মশালা বর্ডারের কাছাকাছি হওয়ার, দ্রুততার সঙ্গে স্টেডিয়াম ফাঁকা করে দেওয়া হয়। অস্ট্রেলিয়ান তারকা জানান, সেই ম্যাচের আগেই ঝামেলার আগাম আশঙ্কা করেছিলেন তিনি। স্টার্ক বলেন, 'আমি নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট। আমি গোটা ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলাম। সেই কারণেই আমি না ফেরার সিদ্ধান্ত নিই। লাল বলের ক্রিকেটে ফোকাস ফেরাই। যারা ফেরেনি, তাঁরা ঠিক করেছিল কিনা সেটা সময়ই বলবে। সেদিন আমরা দেখেছি কী হয়েছিল। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিই।' প্রসঙ্গত, একই কারণে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি স্টার্ক। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন।