আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যশপ্রীত বুমরার ছিটকে যাওয়া নিয়ে চর্চা চলছিল। ক্রিকেট পণ্ডিত থেকে বিশেষজ্ঞ, সবাই স্পষ্ট জানিয়ে দেন, তারকা পেসারের অনুপস্থিতিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা কমেছে। এই ভবিষ্যদ্বাণী বোধহয় পছন্দ হয়নি মহম্মদ সামির। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই জ্বলে ওঠেন বাংলার পেসার। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি, একদিনের ক্রিকেটে ২০০ উইকেট সম্পূর্ণ করেন। চোখে আঙুল দিয়ে স্পষ্ট বুঝিয়ে দেন, বুমরা না থাকলেও, রয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে বিশ্বের একনম্বর পেসারকে ছাপিয়ে যান সামি। তাঁর কাঁধে চেপেই ফাইনালে ওঠে ভারত। দীর্ঘ ১৪ মাস চোটের জন্য বাইশ গজের বাইরে থাকলেও, আরও একটি আইসিসি টুর্নামেন্টে দুর্ধর্ষ প্রত্যাবর্তন করেন।
শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সৌরভ গাঙ্গুলি দাবি করলেন, বুমরার থেকে খুব বেশি পিছিয়ে নেই সামি। তিনি মনে করেন, প্রথমজনের অনুপস্থিতিতে ভারতীয় বোলিংয়ের পতাকাবাহক সামি। দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। সৌরভ বলেন, 'সামির বুমরাকে দরকার, এবং বুমরার সামিকে। ওরা একে অপরের পরিপূরক। বুমরা টুর্নামেন্টের জন্য ফিট নয়, তবে সামি ফিট। বাংলাদেশের বিরুদ্ধে সামির পাঁচ উইকেটে আমি অবাক নই।' প্রথম ম্যাচে পুরো দশ ওভার বল করেন তারকা পেসার। সমালোচকদের মুখ বন্ধ করে দেন। প্রাক্তন বোর্ড সভাপতি এবং প্রাক্তন অধিনায়ক আশা করছেন, গোটা টুর্নামেন্টে ফিটনেস ধরে রাখবেন সামি, এবং সামনে থেকে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন। ঠিক যেমন তাঁর অনুপস্থিতিতে বুমরা করেছিল। সৌরভ বলেন, 'গোটা টুর্নামেন্টে ও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবে। বর্তমানে বিশ্বের একনম্বর বোলার বুমরা। তবে সামি খুব পিছিয়ে নেই। আশা করব গোটা টুর্নামেন্টে ও ফিট থাকবে এবং নিজের কাঁধে দায়িত্ব তুলে নেবে। ঠিক যেমন বুমরা করেছিল সামি অনুপস্থিত থাকাকালীন।' একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট তুলে নেওয়ার নজির গড়েন সামি। পাকিস্তান ম্যাচের আগে তারকা পেসারের ছন্দে ফেরা টিম ইন্ডিয়ার জন্য সুখবর।
