আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজে ছিলেন না। কিন্তু আসন্ন দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে মহম্মদ সামিকে। দলীপ ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল পূর্বাঞ্চল। সেই দলে আছেন মহম্মদ সামি। দলের অধিনায়ক ঈশান কিষাণ। সহ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফি দিয়ে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম শুরু হবে। ২৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। আইপিএলে শেষবার খেলতে দেখা গিয়েছে ৩৪ বছরের বাংলার তারকাকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯ ম্যাচে ছয় উইকেট নেন। ২০২৪ নভেম্বরে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলেন সামি। তিনি ছাড়াও পূর্বাঞ্চল দলে আছেন আকাশ দীপ, মুকেশ কুমার এবং রিয়ান পরাগ। বর্তমানে ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে থাকা অভিমন্যু ঈশ্বরণকে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।
আয়োজকরা ছ'জন স্ট্যান্ডবাই প্লেয়ারের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী। যে সম্প্রতি ইউথের একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্রুততম শতরান করেন। এছাড়াও স্ট্যান্ডবাইয়ে রয়েছেন মানীষী, বিরাট সিং এবং শরণদীপ সিং। সম্প্রতি দলীপ ট্রফির ফরম্যাটে পরিবর্তন এসেছে। ২০২৩-২৪ সালে শেষবার আঞ্চলিক পর্ব হয়। দক্ষিণাঞ্চল ট্রফি জিতেছিল। গতবছর ভারতের চারটে আলাদা দল টুর্নামেন্টে অংশ নেয়। ২৮ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উত্তরাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পূর্বাঞ্চল দলে রয়েছেন ঈশান কিষাণ, অভিমন্যু ঈশ্বরণ, সন্দীপ পটনায়েক, বিরাট সিং, ডেনিশ দাস, সৃদম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্রা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ সিন্ধু জয়েসওয়াল, মুকেশ কুমার, আকাশ দীপ এবং মহম্মদ সামি।
প্রসঙ্গত, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ড সফরের দলে ছিলেন না সামি। কয়েকদিন বাইশ গজের বাইরে থাকলেও, বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। বিবাহবিচ্ছেদের মামলায় বড় ধাক্কা খান সামি। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবং মেয়ে আইরার ভরণপোষণের জন্য প্রতি মাসে চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কোর্টের রায় অনুযায়ী, হাসিনকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা দিতে হবে। মেয়েকে দিতে হবে আড়াই লক্ষ টাকা। গত সাত বছরের বকেয়া টাকাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছিল লোয়ার কোর্ট। গার্হস্থ্য হিংসা এবং মহিলা নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে, সামিকে খোরপোশ দিতে হবে। আলাদতের এই সিদ্ধান্ত সামির জন্য বড় সেটব্যাক। ঝামেলা সামলে আবার মাঠে ফেরার চেষ্টায় বাংলার তারকা পেসার।
