আজকাল ওয়েবডেস্কঃ আর কিছু সময়ের অপেক্ষা। তীব্র গরমের কবল থেকে মিলবে রেহাই। 
 
 বিগত দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তার দেখা মেলেনি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হয়েছে রাজ্যে রাজ্যে৷ অবশেষে ঝাড়খণ্ড সহ আরো কিছু রাজ্যে হতে চলেছে আবহাওয়ার বিরাট বদল। কারণ ঘূর্ণাবর্ত।
রবিবার রাঁচি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস , দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১৭-১৯ জুনের মধ্যে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে। এই সময় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাজ্যের দক্ষিণ-পশ্চিম এবং মধ্য অংশের কিছু অংশে 'হলুদ' ( Yellow) সতর্কতা জারি করা হয়েছে। ১৭ জুন থেকে ঝাড়খণ্ডের কিছু অংশে দুই দিনের জন্য 'কমলা' ( Orange) সতর্কতা জারি।
রবিবার থেকে ঝাড়খণ্ডে প্রাক-বর্ষাকালীন আবহাওয়া শুরু হওয়ার কথা। ১৭ জুন থেকে ১৯ জুনের মধ্যে বর্ষার অনুকূল পরিবেশ থাকবে । এমনই মনে করছেন রাঁচি আবহাওয়া কেন্দ্রের উপ-পরিচালক অভিষেক আনন্দ। এবারে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বর্ষা হাজির। চলতি বছরের ২৪ মে কেরালায় ঢুকেছে বর্ষা। আনন্দ বলেন, চার মাস ব্যাপী বর্ষাকাল। সামগ্রিক বৃষ্টিপাত এবার স্বাভাবিক থাকার সম্ভাবনা। রবিবার রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও আনন্দ জানিয়েছেন৷
আইএমডি অনুসারে, ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঝাড়খণ্ডে ৫৮ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রেকর্ড করা হয়েছে। রাজ্যে এই সময়কালে ৪৯.১ মিমি স্বাভাবিক বৃষ্টিপাত হয় । এবার ২০.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতকে আইএমডি 'মৌসুমি বৃষ্টিপাত' হিসাবে বিবেচনা করে।
