আজকাল ওয়েবডেস্ক: কি হবে যদি হঠাৎ এমএস ধোনি 'অ্যানিমাল' হয়ে যায়? তার একটি ঝলক দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যা সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়াচ্ছে। আর তিনদিন পরই শুরু আইপিএল। তার আগে পর্দায় চমক দিলেন ধোনি। বিজ্ঞাপনে ফেরেন সেই পুরোনো লম্বা চুলের মাহি। ঠিক 'অ্যানিমাল' ছবিতে রণবীর কাপুরকে যেমন দেখা গিয়েছে। বিজ্ঞাপনে নিজের বড় চুল নিয়ে ভাঙ্গাকে প্রশ্নও করতে দেখা যায় ধোনিকে। তারপর দু'জনের মধ্যে মজার বাক্যালাপ হয়। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মন জয় করে নিয়েছে নেটিজেনদের। 

বিজ্ঞাপনটি সাইকেলের। গাড়ি থেকে নেমে সাইকেলে চড়তে দেখা যায় ধোনিকে। তারই মাঝে পরিচালকের সঙ্গে কথা বলতেও দেখা যায় প্রাক্তন অধিনায়ককে। আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হওয়ার সময় বড় চুল ছিল ধোনির। দীর্ঘদিন পর আবার সেই লুকে দেখা যায়‌। আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ধোনি। প্রতিদিন ২-৩ ঘণ্টা ধরে ব্যাট করছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। নিজের ফিটনেসেও জোর দেন। এটাই শেষ আইপিএল হতে পারে ধোনির।