আজকাল ওয়েবডেস্ক: ভোটার কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যা ভোটাধিকার প্রয়োগের অধিকার দেয়। তবে অনেক সময় বিভিন্ন কারণবশত কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে নোটিশ ছাড়াই মুছে যেতে পারে। যদি কারওর সঙ্গে এমনটা ঘটে থাকে, তবে চিন্তার কিছু নেই—এখন ঘরে বসেই ফের নিজের নাম তালিকায় যুক্ত করা সম্ভব। নির্বাচন কমিশন অনলাইনে ও অফলাইনে দু’ভাবেই নাগরিকদের এই সমস্যার সমাধান করতে সহায়তা করছে। ভোটার তালিকায় নাম ফের যোগ করতে হলে অনলাইনেও করা সম্ভব।
কীভাবে নাম যোগ করবেন?
1. প্রথমে ভিজিট করুন [National Voter Service Portal (NVSP)](https://voters.eci.gov.in/)
2. ‘Register Complaint’ অথবা ‘Share Suggestion’ সেকশনে যান।
3. নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
4. ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়ার বিষয়ে অভিযোগ ফর্ম পূরণ করুন ও সাবমিট করুন।
অফলাইনে নাম যোগ করার প্রক্রিয়া:
1. নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে কল করুন: ১৯৫০
2. নিজের এলাকার বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন।
3. Form 6 পূরণ করুন নাম অন্তর্ভুক্তির জন্য।
4. ফর্মের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি এবং বৈধ পরিচয়পত্র/ঠিকানার প্রমাণপত্র জমা দিন।
একই শহরে থেকে ভোটার কার্ডে ঠিকানা বদলের প্রক্রিয়া:
Form 7 পূরণ করুন পুরনো তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য।
নতুন ঠিকানার প্রমাণপত্র ও পরিচয়পত্র সংযুক্ত করুন।
নিজের এলাকার BLO-র কাছে ফর্ম জমা দিন।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে একাধিক নয়া নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম থাকা অত্যন্ত জরুরি, কারণ গণতন্ত্রে অংশগ্রহণ করতে হলে ভোটার তালিকায় নাম থাকা আবশ্যিক। নির্বাচন কমিশন জানাচ্ছে, আগেভাগে যাবতীয় তথ্য যাচাই করে প্রয়োজনে সংশোধনের জন্য সকলের এগিয়ে আসা উচিত। তবে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশন জানিয়েছে, যারা ১৯৮৭ সাল থেকে ২০০২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের ডিক্লারেশন ফর্মে সেটা চিহ্নিত করে দিতে হবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে পাল্টা আক্রমণ করেছে রাজনৈতিক দলগুলি।
