আজকাল ওয়েব ডেস্ক: আজ, ৩ অক্টোবর, নবরাত্রির প্রথম দিম। এই দিনে প্রতিপদ তিথিতে, দেবী দুর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। আজই চন্দ্র কন্যা রাশির পর তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। এছাড়াও বুধাদিত্য যোগ এবং হস্ত নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ ঘটছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যার প্রভাব পড়বে ৪টি রাশির উপর। তাহলে কাদের অর্থের বৃষ্টি হবে? কেরিয়ারে উন্নতি-সাফল্যের শিখরে উঠবেন কারা? জেনে নিন।
বৃষ রাশি- পরিবারে ধর্মীয় পরিবেশ থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগে লাভ পাবেন। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। কেরিয়ারে উন্নতির সুযোগ আসতে পারে। কাজের চাপ আজ তেমন নাও থাকতে পারে। পরিবারে কোনও অশান্তি থাকলে তা মিটে যাবে।
মীন রাশি- আর্থিক অবস্থা মজবুত হতে পারে। নিজের জন্য সময় পাবেন, বিশেষত অনেকদিন পর নিজের জন্য কিছু খরচ করতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনার বাধা দূর হবে। কর্মস্থলে সৎভাবে কাজকরলে ফল পাবেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রশংসা করবেন। পরিবারে সুসময় কাটাবেন। সন্ধেয় কোনও মন্দিরে যেতে পারেন।
তুলা রাশি- নবরাত্রির প্রথম দিন তুলা রাশির জন্য শুভ। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। চাকুরিজীবীদের কর্মস্থলে উন্নতির সম্ভাবনা পরিবারের বিনিয়োগের পরিকল্পনা করলে আজ শুভ সময়।
ধনু রাশি- ব্যক্তিগত ও পেশাগত জীবনে দায়িত্ব বাড়বে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে সুখবর পেতে পারেন। কর্মজীবনে ভাল অগ্রগতির দিকে এগোতে পারেন। প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করে ভাল লাভ পাবেন। পরিবারে বিয়ের যোগ রয়েছে।
