আজকাল ওয়েবডেস্ক: বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে টসের পর বিপক্ষের অস্থায়ী অধিনায়ক জাকের আলির সঙ্গে করমর্দন করলেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপে পাকিস্তান ছাড়া অন্যান্য দলের অধিনায়কদের সঙ্গে হ্যান্ডশেক করেন টিম ইন্ডিয়ার নেতা। চলতি টুর্নামেন্টে দু'বার পাক অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি সূর্য। একবার গ্রুপ পর্বে, অন্যবার সুপার ফোরে। প্রথমবার রবি শাস্ত্রী এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে করমর্দন করেন সূর্য। পাকিস্তানের অধিনায়ককে অপেক্ষারত রাখেন। শেষপর্যন্ত হ্যান্ডশেক করেননি। ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি টিম ইন্ডিয়ার প্লেয়াররা। 

পরের ম্যাচেই ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে অধিনায়ক যতীন্দর সিংকে জড়িয়ে ধরেন স্কাই। বাংলাদেশ ম্যাচেও কোনও সমস্যা ছিল না। অনায়াসেই অস্থায়ী অধিনায়ক জাকের আলির সঙ্গে হাত মেলান। যা হ্যান্ডশেক বিতর্ক আরও উস্কে দিয়েছে। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের বিশেষ উল্লেখ করেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। মাইলস্টোনের মুখে বাংলাদেশের পেসার। দুশখাতে বলেন, 'ও চ্যাম্পিয়ন বোলার। দীর্ঘদিন ধরে খেলছে। দক্ষ বোলার। আমরা জানি ও কতটা ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভাল প্লেয়ার আছে। মুস্তাফিজুর ওদের প্রিমিয়াম বোলার। আমরা ওকে খুবই গুরুত্ব দিই।' টি-২০ তে ১৪৯ উইকেট রয়েছে বাংলাদেশের পেসারের। মাত্র এক উইকেট পেলেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেট সংগ্রহ করবেন। যদিও ভারতের বিরুদ্ধে তেমন সাফল্য পাননি। ১৩ ম্যাচে মাত্র ৮ উইকেট পান। গড় ৫৭ এর ওপর। তবে চলতি এশিয়া কাপে ভাল ছন্দে রয়েছেন। চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন মুস্তাফিজুর।গড় ১৫। সেরা বোলিং ২০ রানে ৩ উইকেট। বুধ রাতে তাঁর দিকে তাকিয়ে বাংলাদেশ। 

প্রসঙ্গত, এশিয়া কাপে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে। পাক শিবির থেকে অভিযোগ করা হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টই পাক অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দিয়েছিলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে যেন হ্যান্ডশেক করা না হয়। আবার সূর্যকেও নির্দেশ দেওয়া হয়, তিনি যেন সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে টসের সময়ে বলেছিলেন ভারত অধিনায়কের সঙ্গে তিনি যেন হ্যান্ডশেক না করেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট প্রতিবাদ জানায়। এহেন ব্যবহার খেলার স্পিরিটের পরিপন্থী।' খেলার শেষে সলমন আলি আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করেন। ভারতীয় দলের ব্যবহারে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের উদ্যোক্তা ছিল ভারত।