আজকাল ওয়েবডেস্ক: বুধবার পর্তুগালের কোয়ালিফায়ার জাইমে ফারিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক জকোভিচ।‌ রড লেভার এরিনায় ম্যাচের ফলাফল ৬-১, ৬-৭, ৬-৩, ৬-২। গ্র্যান্ডস্লামে নিজের ৪৩০তম সিঙ্গলস ম্যাচ জিতে রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন সার্বিয়ান তারকা। ওপেন এরাতে ৪২৯ ম্যাচ জিতেছেন ফেডেক্স। এতদিন এটাই সর্বোচ্চ ছিল। এবার নতুন রেকর্ডের মালিক জোকার। কীর্তি স্থাপনের পর জকোভিচ বলেন, 'আমি এই খেলাটাকে ভালবাসি। আমি প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসি। ২০ বছরের বেশি আমি গ্র্যান্ডস্লাম খেলছি। হারি বা জিতি, আমি কোর্টে সবসময় নিজেকে উজাড় করে দিই। আরও একটা রেকর্ড করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।'

এদিন প্রথম সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জকো। কিন্তু দ্বিতীয় সেটে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে অবাছাই ফারিয়া। টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে সার্বিয়ানকে চমকে দেন ১২৫ নম্বরে থাকা টেনিস খেলোয়াড়। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারেননি। নিজের অভিজ্ঞতা এবং সংগঠিত গেমপ্লে দিয়ে ম্যাচে ফেরেন। তৃতীয় সেট অনায়াসেই নিজের দখলে করে নেন। বৃষ্টির জন্য স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দিতে হয়। শেষ দুই সেট দাপটের সঙ্গে জিতে দেন জকোভিচ। তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচহাকের মুখোমুখি হবেন তিনি। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতার হাতছানি জকোর সামনে। ২৫তম রেকর্ড গ্র্যান্ডস্লামের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন সার্বিয়ান তারকা।