নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে মুক্তি পেয়েছে যশ-নুসরত অভিনীত ছবি 'আড়ি'। আর এরই মধ্যে বড় বদল তারকা জুটির জীবনে। আচমকা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন দুই তারকা। নিজেদের ফলোয়িং তালিকাতে আর তাঁদের দেখা যাছে না। যদিও এব্যাপারে মুখ খুলতে নারাজ জুটি।
সমাজ মাধ্যমে যশ-নুসরতের একসঙ্গে ছবি, ভিডিও সবই আগের মতোই রয়েছে। একে অপরকে ট্যাগ করা আগের মতোই। তবে এমন কী হল, যার জন্য নিজেদের আনফলো করলেন তাঁরা? অনেকেই মনে করছেন, এটা আসলে কোনও প্রমোশনাল স্টান্ট! কিন্তু সত্যি কি তাই নাকি আসলে তারকা জুটির মধ্যে বেড়েছে দূরত্ব? এখনও এবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে 'খাদান' মুক্তির পর ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন রুক্মিণী। সেই সময় তাঁদের মধ্যে দূরত্বের কথা শোনা যায়। দেব ও রুক্মিণীর মান-অভিমানের পালা চলছিল বলেও রটে। যদিও তা মেনে নেননি টলিপাড়ার ওই জুটি। পরে অবশ্য আবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে কি যশ-নুসরতের ক্ষেত্রেও আসলে তেমনটাই হয়েছে? নাকি এর পিছনে রয়েছে বিশেষ কোনও কারণ? জল্পনা তুঙ্গে৷
টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ ও নুসরত। পুত্র ঈশানকে নিয়ে সুখের সংসার তাঁদের। কাজ ছাড়া বেশিরভাগ সময় একে অপরের সঙ্গে কাটাতে পছন্দ করেন তাঁরা। তবে হঠাৎ কী এমন হল যার জন্য একে অপরকে আনফলো করলেন এই তারকা দম্পতি, সেই কারণই এখন জানার অপেক্ষা।
