আজকাল ওয়েবডেস্ক: সামান্য বচসা। কিন্তু তার জেরে যা ঘটল, তা শিউরে ওঠার মতো। প্রতিবেশীর পোষ্য কুকুরকে ‘খেয়ে ফেলার’ হুমকি দিলেন এক বৃদ্ধ। শুধু তাই নয়, বচসার ঘণ্টাখানেকের মধ্যেই দুটি 'পকেট নাইফ' ( ছুরি) হাতে নিয়ে চড়াও হলেন ওই মহিলার বাড়িতে। প্রাণে মারার হুমকিও দিলেন। শুক্রবারের এই ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার ফ্লোরিডা শহরের ইন্টারলাচেন এলাকায়। গুরুতর আক্রমণের অভিযোগে পুলিশ ৬১ বছর বয়সি ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তের নাম মাইনর ক্যাটলেজ। ইন্টারলাচেনের বাসিন্দা ক্যাটলেজের বাড়ির পাশেই রয়েছে একটি সুন্দর হাঁটার রাস্তা। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। সে দিন ওই রাস্তা দিয়ে নিজের পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ক্যাটলেজের এক প্রতিবেশিনী। অভিযোগ, সেই সময়ই আচমকা তাঁর পথ আটকান ক্যাটলেজ।

খবর অনুযায়ী, ক্যাটলেজ ওই মহিলার কাছে দাবি করেন, যে রাস্তা দিয়ে তিনি হাঁটছেন, সেটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি। তিনি মহিলাকে তৎক্ষণাৎ ওই রাস্তা থেকে সরে যেতে বলেন। এখানেই শেষ নয়। অভিযোগ, এরপর ক্যাটলেজ রণংদেহি মেজাজে ওই মহিলাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আর কোনওদিন আমার জমিতে পা দিয়েছিস, তোর এই কুকুরটাকে আমি জ্যান্ত খেয়ে ফেলব!"

 

বৃদ্ধ প্রতিবেশীর মুখে এই হাড়হিম করা হুমকি শুনে চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। তিনি এক মুহূর্তও দেরি না করে স্থানীয় পুলিশে খবর দেন। খবর পেয়ে স্থানীয় দপ্তরের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা ক্যাটলেজকে বোঝান যে, ওই রাস্তাটি কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি একটি ‘পাবলিক ট্রেল’, অর্থাৎ জনসাধারণের ব্যবহারের রাস্তা। যে কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন।

পুলিশি হস্তক্ষেপে প্রাথমিকভাবে মনে হয়েছিল, বিষয়টি মিটে গিয়েছে। ক্যাটলেজও শান্ত হয়ে ফিরে যান। কিন্তু এই নিস্তব্ধতা যে আসলে ঝড়ের আগের বার্তা, তা টের পাওয়া গেল ঠিক এক ঘণ্টা পরেই।

 

অভিযোগকারিনী মহিলা পুলিশকে জানিয়েছেন, প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই, ঘণ্টাখানেক বাদে ক্যাটলেজ সটান চড়াও হন তাঁর বাড়িতে। সেই সময় তাঁর হাতে একটি নয়, দুটি ছুরি ছিল। অভিযোগ, বাড়িতে ঢুকেই ক্যাটলেজ ওই মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিতে থাকেন। পুলিশে খবর দেওয়ার ‘শাস্তি’ হিসেবে তিনি ওই মহিলাকে ছুরি মারবেন বলেও চিৎকার করতে থাকেন।

 

সেই সময় খবর পেয়ে ইন্টারলাচেন পুলিশের এক আধিকারিকও ঘটনাস্থলে দ্রুত পৌঁছন। জানা গিয়েছে তিনি নিজে কানে ক্যাটলেজের এই হুমকি শোনেন। মহিলার অভিযোগের ভিত্তিতে এবং প্রত্যক্ষ প্রমাণের জেরে ক্যাটলেজকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সুইম স্যুট পরে গঙ্গাস্নান বিদেশিনীর, সংস্কৃতি খারাপ হচ্ছে বলে আক্রমন বিজেপির! পুরুষরা জাঙ্গিয়া পরে স্নান করলে আপত্তি নেই? পাল্টা কটাক্ষ নেটিজেনদের 

 

তবে গ্রেপ্তার হওয়ার পরেও বিন্দুমাত্র অনুতাপ বা ভয়ডর দেখা যায়নি ওই বৃদ্ধের চোখেমুখে। পুলিশ জানিয়েছে, "পুটনাম কাউন্টি জেলে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বসেই ক্যাটলেজ সবার সামনে একাধিকবার চিৎকার করতে থাকেন। তিনি বলতে থাকেন, জেল থেকে ছাড়া পেলেই তিনি ওই মহিলাকে আচ্ছা করে 'পেটাবেন'।"

 

অরল্যান্ডো শহর থেকে প্রায় ১০৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ইন্টারলাচেনের মতো শান্ত এলাকায় এহেন ঘটনায় তাজ্জব প্রতিবেশীরা। সামান্য একটি রাস্তা নিয়ে বিবাদ যে এমন ভয়াবহ আকার ধারণ করতে পারে, তা ভেবেই শিউরে উঠছেন এলাকাবাসী।