আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর তাঁদের জন্য শাপে বর হয়েছে। আইপিএল জয়ের পর এমনই দাবি করলেন অ্যান্ডি ফ্লাওয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের দাবি, এই ঘটনার জেরে আটদিন আইপিএল বন্ধ থাকায় তাঁরা প্রস্তুতির সময় পেয়ে যায়। সেই বিরতিতে আঙুলের চোট থেকে সেরে ওঠেন রজত পতিদার। অস্ট্রেলিয়ায় রিহ্যাব সেরে কাঁধের চোট থেকে মুক্তি পান জস হ্যাজেলউড। অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, 'আমরা সেলিব্রেট করার সময় কয়েকজন বলল, এই ব্রেক হ্যাজেলউডকে ফিট হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। রজতও সুস্থ হওয়ার সময় পেয়েছে। তবে তাসত্ত্বেও আমরা টিম ডেভিড এবং দেবদত্ত পাড়িক্কলকে মিস করেছি। ওরা আমাদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যারা ভাগ্যে বিশ্বাসী, তাঁরা নিশ্চয়ই বলার জন্য একটা গল্প পাবে। সেই সময় আরসিবির ট্রফি জেতা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। সেটা আমরা সবাই বুঝেছিলাম। তবে সেই ব্রেক আমাদের কিছুটা সময় দেয়।' 

১২ ম্যাচে ২২ উইকেট সংগ্রহ হ্যাজেলউডের।‌ আরসিবির সর্বোচ্চ উইকেটশিকারি অজি পেসারই। চোট সারিয়ে মাঝ মরশুমে দলে ফেরেন। সেটা যে একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল, মেনে নিলেন। হ্যাজেলউড জানান, এর থেকে ভাল অভিজ্ঞতা হতে পারে না। রজত পতিদারের ব্যাটিংয়ের পাশাপাশি, তাঁর নেতৃত্বেরও প্রশংসা করেন অ্যান্ডি। জানান, অধিনায়ক হওয়ার পরেও চরিত্রে কোনও বদল আসেনি আরসিবির তরুণ নেতার। তারকাখচিত দলকে যে তাঁর মতো একজন অনভিজ্ঞ তরুণ অধিনায়কের সামলানো সহজ নয়, সেটা স্পষ্ট জানান অ্যান্ডি। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তরুণ নেতার অবদান প্রচুর।