আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' এর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিকল্পনা মতো চলবে পাকিস্তান সুপার লিগ। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্য রাজনৈতিক সমস্যার জেরে পিএসএলের ভবিষ্যৎ অন্ধকারে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস এবং পেশোয়ার জলমীর মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কয়েকঘন্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন আক্রমণের পর ম্যাচ পরিত্যক্ত করা হয়। পিসিবির এক কর্তা বলেন, 'আজকের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জলমীর বিরুদ্ধে কালকের ম্যাচও বাতিল করা হয়েছে।' 

৭ থেকে ১০ মের মধ্যে রাওয়ালপিন্ডিতে পিএসএলের চারটে ম্যাচ ছিল। ১১ মে মুলতানে গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচ। ১৩ মে রাওয়ালপিন্ডিতে কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল। ১৪, ১৬, ১৮ মে দুটো এলিমিনেটর এবং ফাইনাল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হওয়ার কথা। তবে শোনা যাচ্ছে, পিএসএলের বাকি ম্যাচগুলো করাচিতে সরানো হতে পারে। বুধবার গদ্দাফি স্টেডিয়ামে একটি জরুরী বৈঠক ডাকা হয়। সেখানে পিএসএলের ফ্র্যাঞ্চাইজির মালিকদের পাশাপাশি ছিল আইন প্রয়োগকারী সংস্থা। ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ার ভাবনাচিন্তা করছে। পিএসএলে প্রচুর বিদেশি প্লেয়ার খেলে। যুদ্ধের পরিবেশে পিএসএল আপাতত স্থগিত রাখা উচিত কিনা সেই নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, এই বিষয়ে পাকিস্তান সরকারের পরামর্শ নেওয়া হবে। বৃহস্পতিবার সরকারের সঙ্গেও আলোচনায় বসবে পিসিবি কর্তারা। রাওয়ালপিন্ডিতে বিদেশি প্লেয়ারদের সঙ্গে দেখা করেন পিএসএলের সিইও সলমন নাসির। তাঁদের আশ্বস্ত করেন।