সংবাদ সংস্থা মুম্বই: গত ১৬ জানুয়ারি গভীর রাতে  সইফ আলি খানের বাড়ির ভিতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুষ্কৃতী। গুরুতর জখম হন করিনা কাপুরের স্বামী। ভোররাতে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয়। লীলাবতী হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছেন তিনি।  এইমুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে পতৌদি পরিবারকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। 

এক সাক্ষাৎকারে ‘পাতাললোক’ সিরিজের নায়ক জানালেন, এই ঘটনার সইফ-করিনার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তাঁদের সঙ্গে সরাসরি কথা না হলেও ফোনে বার্তা পাঠিয়েছিলেন। সেইভাবেই কথাবার্তা আদানপ্রদান হয়েছে তাঁদের। আরও জানিয়েছেন ওই দুর্ঘটনার পরপরই করিনাকে ফোনে বার্তা পাঠিয়েছিলেন তিনি।  এরপর আরও বলেন, " এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলতে ইচ্ছে করছে। একটা ভয়ঙ্কর ভিডিও দেখলাম কিছুদিন আগেই। ওই ভিডিওতে দেখলাম একজন ছবিশিকারি পাগলের মতো ধাওয়া করছেন সইফ-করিনার গাড়িকে। আমার প্রশ্ন...মানে  কেন? অদ্ভুত! সবার একটু বোঝা উচিত ওঁদের পরিস্থিতি। 


প্রসঙ্গত, প্রাথমিকভাবে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকেরা জানিয়েছিলেন, বান্দ্রার সৎগুরু শরণ সইফের ওই ফ্ল্যাটের সামনের সিসিটিভি ক্যামেরা সক্রিয় ছিল না। যদিও পরে পুলিশ দাবি করে, আপৎকালীন দরজার দিকে পিছনের সিঁড়ির ক্যামেরা থেকে কিছু ফুটেজ পাওয়া গিয়েছে।লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, সইফের শরীরে ভিন্ন ভিন্ন জায়গায় পড়েছে এলোপাথাড়ি ছুরির কোপ। শরীরে ছিল ছ'টি ক্ষত, তার মধ্যে দুটি বেশ গভীর। পিঠে গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। ঘাড়েও গভীর ক্ষতচিহ্ন ছিল। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন বলি-তারকা না হলে ঘটতে পারত আরও বড় কিছু। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও শরীরে গেঁথে ছিল ছুরির অংশ, চিকিৎসকরা  অস্ত্রোপচার করে তা বের করেন।