সংবাদ সংস্থা মুম্বই: দীর্ঘ ১৪ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়কুমার-প্রিয়দর্শন জুটি। পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে পরেশ রাওয়ালকেও। বর্তমানে রাজস্থানের জয়পুরে জোরকদমে চলছে ছবির শুটিং। সদ্য ছবির সেট থেকে শুটিংয়ের ফাঁকে অক্ষয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন পরেশ। সেই নতুন ছবি প্রকাশ্যে আসামাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়েছে সমাজমাধ্যমের আনাচে কানাচে।  তুমুল হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। 

 

সাদা-কালো সেই ছবিতে একেবারে ক্যাজুয়াল অবতারে ধরা দিয়েছেন 'খিলাড়ি'। দেখা যাচ্ছে শীতের মিষ্টি রোদ পোহাচ্ছেন অক্ষয়। অনাবৃত ঊর্ধাঙ্গে দু’হাত তুলে চোখ বুজে রয়েছেন তিনি। দৃশ্যতই স্পষ্ট শীতের নরম রোদের ওম প্রাণভরে অনুভব করছেন বলি-তারকা। আর এক পাশে চেয়ারে বসে রয়েছেন পরেশ রাওয়াল। পরনে ধবধবে সাদা কুর্তা- পাজামা। নিজের জামাকাপড়ের রং-এর কথা অন্যভাবে উল্লেখ করে ছবির ক্যাপশন খানিক মজা করেই লিখেছেন 'বাবু ভাইয়া' - " ভূত বাংলার সেটে একজন উজ্জ্বল ধবধবে তারকা জয়পুরে শীতের নরম রোদ পোহাচ্ছেন মিঃ ফিট অক্ষয় কুমারের সঙ্গে।"

 

?ref_src=twsrc%5Etfw">January 6, 2025

জানা গিয়েছে, এই ছবিতে অক্ষয়ের সঙ্গে নাকি থাকছেন তাবু-ও। ২০০০ সালে 'হেরা ফেরি' ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৫-এর এপ্রিলে শুটিং শেষ হয়ে যাবে এই ছবির। ২০২৬-এর ২ এপ্রিল মুক্তি পেতে চলেছে 'ভূত বাংলো'। 

 

গত বছর সেপ্টেম্বরে এই ছবির খবর প্রকাশ্যে আসামাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের আনাচে কানাচে। এবং তুমুল হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, 'ভূত বাংলো' ছবি নাকি আদতে 'ভুল ভুলাইয়া' ছবির স্পিন অফ। অর্থাৎ ২০০৭-এ মুক্তি পাওয়া অক্ষয়-প্রিয় ওই হরর-কমেডি ছবির শুরু হওয়ার আগের গল্প। ছবির চরিত্রগুলির শুরুর গল্প। একে 'ভূত বাংলো'ও ‘ভুলভুলাইয়া’র মতো হরর-কমেডি। তার ওপর এই ছবিতেও রয়েছেন অক্ষয়, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানিরা। একেবারে ‘ভুলভুলাইয়া’ ছবির কাস্ট। ফলে দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছে নেটিজেনরা।