নিজস্ব সংবাদদাতা: বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ। সুকান্ত কর্পোরেটে চাকরি করার পাশাপাশি চর্চিত ইউটিউবারও। তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। গত বছরেই অনন্যার সঙ্গে সুকান্তর ছবি ঘিরে তৈরি হয়েছিল বিস্তর কৌতূহল। পরে জানা গিয়েছিল সম্পর্কে জরিয়েছেন তাঁরা। আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর সেই সম্পর্কের পরিণতির দিকে আরও এক ধাপ এগোলেন এই দু’জন। ২০২৫-এর ফেব্রুয়ারিতে বাগ্দান সারবেন অনন্যা এবং সুকান্ত।
এইমুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র শুটিং নিয়ে ব্যস্ত অনন্যা। একদিকে নতুন কাজ অন্যদিকে জীবনের নয়া ইনিংসের দিকে এগোনো- সব মিলিয়ে ভাল সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বাগ্দান অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এ প্রসঙ্গে অনন্যা বললেন, “আসলে আমি প্রথম দিন থেকেই প্রস্তুত ছিলাম। কারণ সুকান্তের সঙ্গে প্রথম দেখার পর থেকেই নিশ্চিত ছিলাম যে বিয়ে করলে ওকেই করব।” যদিও বাগ্দান সেরে রাখলেও বিয়ের অনুষ্ঠান নিয়ে এখনও তেমনভাবে ভাবনা-চিন্তা তাঁরা করেননি বলেই জানিয়েছেন অনন্যা।
সুকান্ত এবং অনন্যার একাধিক ভিডিও দর্শকেরা দেখেছেন সামাজিক মাধ্যমে। একে অপরকে ভাল রাখতে জানেন তাঁরা। তাই খুব বেশি দেরি না করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাঁরা দু’জনেই। অনন্যা জানিয়েছেন, বাগ্দানের প্রস্তুতি তুঙ্গে। পুরো বিষয়টা নিয়ে তিনি দারুণ উত্তেজিত। আরও জানান, তাঁদের সেই বিশেষ দিনে সাদাকালো পোশাকের থিম রাখা হয়েছে। এটুকুতেই শেষ নয়, সেদিন একে অপরের জন্য থাকবে নাকি নানান চমক।
