নিজস্ব সংবাদদাতা: অস্কারে বাংলা গান! এই প্রথমবার। একেবারে ঠিকই শুনছেন। পথশিশুদের নিয়ে গাওয়া ইমন চক্রবর্তীর বাংলা গান এবার স্বীকৃতি পেল অস্কারের। গানের নাম ‘ইতি মা’। 

 

অস্কারে মনোনয়ন পেল গায়িকা ইমন চক্রবর্তীর গান। অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গানের মধ্যে রয়েছে 'ইতি মা'। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পেয়েছিল ১৪ নভেম্বর। আজকাল ডট ইন-কে ইমন চক্রবর্তী বললেন, “কী বলব...ভীষণ খুশি। তার থেকেও বেশি খুশি, গর্বিত এই ভেবে যে অস্কারের মনোনয়নে ঠাঁই পেয়েছে বাংলা গান। একজন বাংলা গানের শিল্পী হিসাবে আমি ভীষণ গর্বিত। আমি জানি না, অস্কারের মঞ্চ পর্যন্ত সেরা পাঁচ গানের মনোয়নে ইতি মা থাকবে কি না....আমি তো এটাও ভাবিওনি। যদি যায় আরও খুশি হব, না গেলেও খুব দুঃখ পাব না। আমার গান অস্কারের প্রতিযোগিতায় রয়েছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। আবার বলছি, এই স্বীকৃতিতেও আমি খুশি যে অস্কারের মনোয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান।” পাশাপাশি এই কৃত্বিতের ভাগ পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নকেও দিয়েছেন ইমন। 

 

২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। এবার তাঁর গাওয়া বাংলা গান ছুঁয়ে ফেলল অস্কারের চৌকাঠ