নিজস্ব সংবাদদাতা: ফের চার মাসের মধ্যে শেষ হচ্ছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক। এবার আকাশ আট চ্যানেলের 'প্রথম কদম ফুল'। অচিন্ত্যকুমার সেনগুপ্তর 'প্রথম কদম ফুল' গল্পকে কেন্দ্র করেই চলছিল সাহিত্য নির্ভর এই ধারাবাহিক। অল্প দিনের মধ্যে পথ চলা শেষ হওয়ায় মন খারাপ তারকাদের।

'সুকান্ত' ও 'কাকলি'র জীবনকে কেন্দ্র করে মূলত গল্প এগিয়েছিল। এই দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং সৌমি বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী পূর্বাশা রায়কে। 'সুকান্ত' ও 'কাকলি'র মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে 'বিনতা'র চরিত্রে ছিলেন তিনি। অবশেষে গল্প অনুযায়ী শেষ হল এই ধারাবাহিকের পথ চলা। যদিও আকাশ আটে সাহিত্য নির্ভর গল্প একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করা হয়, ঠিক তেমনভাবেই শেষ হল এই ধারাবাহিক। সুকান্ত ও কাকলির মিলন পর্ব দেখিয়েই মূলত শেষ হচ্ছে এই ধারাবাহিক। 

সাম্প্রতিককালে কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। টিআরপির কারণে হঠাৎ করেই শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকের গল্প। তবে সেই পথে কখনই এগোয়নি আকাশ আট। এদিন সেটে হাসিমুখে গল্পের শেষ দৃশ্যের শুটিং হলেও মন খারাপ ছিল সকলের। শুটিং শেষ হলেও ধারাবাহিক চলবে আরও একমাস৷ অর্থাৎ দর্শকেরা আরও বেশ কিছুদিন এই ধারাবাহিক টিভির পর্দায় দেখতে পাবেন। এরপর এই জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক। তবে এখনই জানা যায়নি দর্শকেরা এই সময়ে কোন ধারাবাহিক দেখতে পাবেন।