আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালে পাঞ্জাবের হারের পর থেকে নিশ্চুপ ছিলেন প্রীতি জিন্টা। প্রচারমাধ্যমের সামনে মুখ খোলেননি। কোথাও বলিউড অভিনেত্রীর কোনও মন্তব্য দেখা যায়নি। এবার মৌনব্রত ভাঙলেন প্রীতি। ফ্যান, প্লেয়ারদের উদ্দেশে একটি আবেগপ্রবণ বার্তা দেন পাঞ্জাবের মালকিন। নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন প্রীতি। লেখেন, 'আমরা যেরকম ভেবেছিলাম, সেইভাবে শেষ হয়নি। তবে যাত্রাটা অসাধারণ ছিল। উত্তেজক এবং অনুপ্রাণিত করার মতো যাত্রা। গোটা টুর্নামেন্ট জুড়ে আমাদের তরুণ দল যে লড়াইটা করেছে, যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছে, তাতে আমি মুগ্ধ। যেভাবে আমাদের অধিনায়ক, আমাদের সরপঞ্চ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এককথায় অসাধারণ। একইসঙ্গে এই আইপিএলে ভারতীয় আনক্যাপড প্লেয়াররা আধিপত্য দেখিয়েছে।'
চলতি আইপিএলে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে পাঞ্জাব কিংস। গত এক দশকে প্রথমবার লিগ শীর্ষে শেষ করেছে। তারমধ্যে একাধিক চোট-আঘাত, ঘরের মাঠ বদল, আইপিএল বন্ধ। প্রতিনিয়ত পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে শ্রেয়সদের। এই সমস্ত চ্যালেঞ্জের উল্লেখ করেন প্রীতি। এই প্রসঙ্গে তিনি লেখেন, 'এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা একাধিক রেকর্ড করেছি। আমরা মানিয়ে নিয়ে শেষপর্যন্ত লড়াই করেছি। আমাদের প্লেয়ারদের জন্য আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। আমি প্রতিজ্ঞা করছি, আমরা ফিরে এসে কাজটা শেষ করব। কারণ এখনও কাজ অর্ধেক হয়েছে।' প্রীতি জানিয়ে দিলেন, তাঁদের যাত্রা এখনও শেষ হয়নি। আহমেদাবাদ থেকেই পরের বছর আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন শ্রেয়সরা।
