শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’–এর প্রিমিয়ারে উপস্থিত হয়েই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যান কৌতুকশিল্পী সময় রায়না। কারণ? তাঁর গায়ে ছিল এক মজাদার কালো টি-শার্ট—যাতে লেখা, “সে নো টু ক্রুজ”! সময়ের গায়ে চড়ানো এহেন টিশার্ট দেখেই অনেকে আঁচ করেছিলেন, সেটি নেহাতই আরিয়ানের কুখ্যাত “ক্রুজ ড্রাগ কেস”-এর দিকে এক খুনসুটি টিপ্পনি। সহজ কথায়, রসিকতার ছলে ২০২১ সালের সেই বহুচর্চিত ক্রুজ-ড্রাগ মামলার প্রতি এক পরোক্ষ খোঁচা। আর এবার অভিনেতা রাঘব জুয়াল জানালেন, সেদিন ওই অনুষ্ঠানে সময়ের সেই টি-শার্ট দেখে ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছিলেন শাহরুখ আর আরিয়ান!
রনবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে এই প্রসঙ্গ উঠতেই মুচকি হেসে রাঘব বললেন, “ সময় সেদিন ওই টি-শার্ট পরে সোজা পার্টিতে ঢুকে পড়েছে! দেখে তো সবাই হাসছে—আরিয়ানও হাসছে, এককথায় চারদিক থেকে হাসির ফোয়ারা! আসলে, ও-ই পারে ওরকম করতে, ওর স্টাইলটাই ওরকম। আমরা চেষ্টা করেও কোনওদিনও পারতাম না! আর ও পুরো পার্টি জুড়ে ঘুরছিল, টি-শার্টটা গর্ব করে দেখাছিল সবাইকে!”
আর শাহরুখ? নিজের ছেলের সঙ্গে যে কুখ্যাত ঘটনাটি হয়েছিল সেই ঘটনাকেই টিপ্পনি কাটে এমন লেখা থাকা জামা দেখে তাঁর কী প্রতিক্রিয়া ছিল? সে জবাবও দিয়েছেন রাঘব -“ শাহরুখ স্যারের কাছে আমরা ওঁর সন্তানের মত। সবাইকেই নিজের ছেলে-মেয়ের মতো ট্রিট করেন উনি। সবাই সেদিন খুব মজা পেয়েছিল, হাসাহাসি করেছে, স্যারও খুব হেসেছিলেন —সবাই দারুণভাব নিয়েছে ব্যাপারটা।”
 
 গত মাসে মুম্বইয়ে ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’–এর বিশেষ প্রদর্শনীতে কৌতুকশিল্পী সময় রায়না হাজির হয়েছিলেন এই টি-শার্ট পরে। সময়ের সেই জামা পরা ছবি দেখে অবাক হয়ে গিয়েছিল নেটপাড়া। নেটিজেনদের কেউ লিখেছিলেন, “ও মাই গড! এই ছেলেটা আলাদা জাতের! আমি হাসতে হাসতে মরব!” আরও একজনের মন্তব্য ছিল—“ ছেলেটার কিন্তু বুকের পাটা আছে ভাই! কিন্তু একটু ভাবা উচিত ছিল!”
 
 ২০২১ সালের অক্টোবরে এনসিবি (NCB) টিম মুম্বই উপকূলে গয়া-লক্ষদ্বীপগামী কর্ডেলিয়া এম্প্রেস ক্রুজ জাহাজে অভিযান চালায়। সেই পার্টি থেকেই আটক করা হয় আরিয়ান খান, বন্ধু আরবাজ মার্চেন্ট-সহ আরও কয়েকজনকে।তৎকালীন এনসিবি জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে-র নেতৃত্বে গ্রেফতার হন শাহরুখপুত্র। তিন সপ্তাহ জেলে কাটানোর পর জামিন পান আরিয়ান। পরে তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় পুরোপুরি ‘ক্লিন চিট’ দেয় এনসিবি। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেই ‘সে নো টু ক্রুজ’ টি-শার্টের ছবি ভাইরাল, আর সময় রায়নার এই রসিকতা—বলিউডে যে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে তা কি আর বলার অপেক্ষা রাখে?
