আসছে আলোর উৎসব। চারিদিকে শুরু হয়ে গিয়েছে কালীপুজোর তোড়জোড়। ধীরে ধীরে সেজে উঠছে কালীপুজোর মণ্ডপগুলি। যে কোনও উৎসবের মতো শ্যামাপুজোতেও একটু আলাদা ফ্যাশন হবে না, তা কি হয়? এবারের কালীপুজোতেও থাকুক ফ্যাশন-স্টাইলের মেলবন্ধন।
2
7
কালীপুজোয় পোশাক বেছে নেওয়ার সময় অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে। এদিন চারিদিকে বাজি ফাটানো হয়। জ্বালানো হয় প্রদীপ, মোমবাতি। তাই পোশাক নির্বাচনে ভুল করলে বড় বিপদের আশঙ্কা থাকে। সেসব বিষয় মাথায় রেখেই কালীপুজোতে সকলের জন্য ট্রেন্ড্রি প্রিন্টেড পোশাক নিয়ে এসেছে রায় কিশোরী কালেকশন।
3
7
ব্লেজারের সঙ্গে মুক্ত বসানো এবং তার সঙ্গে এমব্রয়ডারি কাজের বেল্ট ও শিফন শাড়ি আপনাকে কালীপুজোর রাতে বা যে কোন অনুষ্ঠানে অন্য ধরনের একটি লুক এনে দেবে।
4
7
মাফিন পড়েছে কালো রঙের শিফন শাড়ির সঙ্গে স্টাইলিস্ট জ্যাকেট এবং মাথায় মুক্তোর গয়না। হালকা সাজ এই কালীপুজোর বিশেষ ট্রেন্ড
5
7
রাতের দিকে যেহেতু হালকা ঠান্ডা পড়ছে। তাই প্রিন্টেড টি-শার্টের উপরে ওয়েস্ট কোট আর তার ওপর আফ্রিক করে রায় কিশোরী কালেকশন এনেছে এবছর কালীপুজোর নতুন চমক। অভিনেতা অংশুমান এই ধরনের পোশাকে অনবদ্য।
6
7
প্লাস সাইজের পোশাক পরলে আপনাক জন্য রয়েছে থ্রি-পিস স্যুট, ওপরে জ্যাকেট পাজামা এবং টপ। সঙ্গে অক্সিডাইসের গয়নায় নজরকাড়া ইনফ্লুয়েন্সর প্রীতি।