আজকাল ওয়েবডেস্ক: আইপিএল জয়ের পর আবেগের বিস্ফোরণ ঘটে বেঙ্গালুরু শিবিরে। ডান্সিং জুতো পরেই যেন টিম হোটেলে প্রবেশ করেন বিরাট কোহলিরা। মধ্যরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ফিরে বাঁধনহারা সেলিব্রেশনে মাতেন ক্রুনাল পাণ্ডিয়া, রজত পতিদার, জীতেশ শর্মারা। বিরাট নিজে খুব বেশি নাচে মাতেননি। কিন্তু পতিদারকে থামানো যায়নি। ঢাক-ঢোলের তালে তালে নাচেন আরসিবির‌‌ অধিনায়ক। 

বাস থেকে নামার সঙ্গে সঙ্গে মন-প্রাণ খুলে নাচতে শুরু করেন রজত। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি কোহলি। হেসে লুটিয়ে পড়েন। দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তরুণ অধিনায়কের নাচ উপভোগ করেন। রজতের অবশ্য কোনও ভ্রুক্ষেপ ছিল না। নিজের মনে ঢাকের তালে নেচে চলেন। তার সঙ্গে খানিক মুহূর্তের জন্য যোগ দেন ক্রুনাল পাণ্ডিয়া। গরবা নাচে মাতেন। ভাঙরা নাচতে দেখা যায় জীতেশ শর্মাকে। দীর্ঘক্ষণ সেলিব্রেশন চলে আরসিবির টিম হোটেলে। তবে শো স্টপার পতিদার। হবে নাই বা কেন! তাবড় তাবড় প্লেয়াররা যা পারেনি, সেটা করে দেখিয়েছেন তরুণ পতিদার।