আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালের আগেই সমর্থকদের ভয় ধরিয়ে দিলেন রজত পতিদার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের কাণ্ড ফ্যানদের মনে করিয়ে দেয় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে রোহিত শর্মার আচরণ। আইপিএল ফাইনালের আগে যৌথ সাংবাদিক সম্মেলন হয়। দু'বছর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের আগে সাংবাদিক সম্মেলন করেন রোহিত। সেদিন ট্রফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় ভারত অধিনায়ককে। একই কাণ্ড ঘটালেন পতিদার। একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে রজতকে একই ভঙ্গিতে ট্রফির দিতে তাকিয়ে থাকতে দেখা যায়। যা ভয় ধরিয়ে দিয়েছে বেঙ্গালুরুর ফ্যানদের মনে। দুটো ঘটনাই প্রাক ফাইনাল সাংবাদিক সম্মেলনের। ভারত ফেভারিট হওয়া সত্ত্বেও, অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে।
আইপিএল ফাইনালেও আরসিবিকে ফেভারিট ধরা হচ্ছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ জিতে নামবে পাঞ্জাব কিংস। সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির জন্য আইপিএল জেতার কথা উল্লেখ করেন বেঙ্গালুরুর অধিনায়ক। পতিদার বলেন, 'গত কয়েক বছরে বিরাট একটানা অবদান রেখেছে। ওর জন্য এবং ফ্যানদের জন্য জিততে চাই।' অধিনায়ক হিসেবে প্রথম বছরই দলকে ফাইনালে তুলেছেন। এবার শুধুমাত্র শেষ হার্ডলে ফোকাস করতে চান। রজত বলেন, 'প্রত্যাশা থাকা স্বাভাবিক। বিশেষ করে আরসিবির মতো দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়া চাপের। তবে আমার হাতে যা আছে, আমি তাতে ফোকাস করি, এবং বর্তমানে বাঁচি। অধিনায়ক হিসেবে অনেক কিছু জিতেছি। সেরা প্লেয়ারদের পাশে থাকতে পেরে নিজের খেলারও উন্নতি হয়েছে। আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে ঘরোয়া এবং আন্তর্জাতিক প্লেয়াররা আত্মবিশ্বাস পাবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।' আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই দীর্ঘ খরা কাটানোর লড়াই শুরু কোহলিদের।
