রশ্মিকা মন্দানা এখন যেন খুশির তূরীয় মার্গে। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে তাঁর সাম্প্রতিক হরর-কমেডি ছবি ‘থামা’ বক্স অফিসে ঝড় তুলেছে। আর সেই উন্মাদনা নিজের চোখে দেখতে চেয়েছিলেন অভিনেত্রী। তাই বুধবার রাতের অন্ধকারে চুপিচুপি ঢুকে পড়লেন এক প্রেক্ষাগৃহে। শুধু দর্শকদের হাসি, সিটি, হাততালি আর উচ্ছ্বাসটা কাছ থেকে অনুভব করার জন্যই!

 

ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে রশ্মিকা শেয়ার করেছেন সেই মূহৃতের একটি ভিডিও ক্লিপ, সঙ্গে লিখেছেন— “ডিয়ার ডায়েরি, বুধবার রাতে আমি হয়তো আবারও প্রেক্ষাগৃহে  ঢুকে পড়েছিলাম ‘থামা’ দেখতে। চারপাশে হাসি, সিটি, চিৎকার। এই অনুভূতি আলাদা! যারা ছবিটা দেখে ভালবেসেছে, এই ছবি নিয়ে তাঁদের প্রতিক্রিয়া আর কমেন্ট পাঠিয়েছেন, আমরা ভীষণ খুশি! ও হ্যাঁ, আমি কিন্তু দিন প্রেক্ষাগৃহে সল্টেড ক্যারামেল পপকর্নও নিয়েছিলাম!”

 

 

বক্স অফিসে আপাতত চলছে ‘থামা’-র ঝড়।  তিন দিনে আয় ছাড়াল ৫৫ কোটি! মুক্তির পর তৃতীয় দিনেও বজায় ছিল ‘থামা’-র গতি। গত বৃহস্পতিবার ছবিটি আয় করেছে প্রায় ১২.৫০ কোটি টাকা, ফলে তিন দিনে মোট কালেকশন পৌঁছে গেছে ৫৫.১০ কোটিতে। প্রথম দিনেই ভারতজুড়ে ছবিটি তুলেছিল ২৪ কোটি টাকা, দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি।

 

শুধু তাই নয়, বৃহস্পতিবার থামা -র হিন্দি ভার্সনের সামগ্রিক অকুপেন্সি ছিল ১৯.৩৮ শতাংশ। সকালবেলার শো-এ ৭.৫২ শতাংশ দর্শক উপস্থিত থাকলেও বিকেল থেকে রাতের শো-এ তা বেড়ে যায় ২৫ শতাংশের কাছাকাছি। এককথায় দর্শকদের উচ্ছ্বাসে সরগরম প্রেক্ষাগৃহ!

 ‘থামা’-কে এক বাক্যে বলা যায়, রক্তে ভেজা প্রেমের গল্পে হরর-কমেডির ছোঁয়া। আদিত্য সারপোতদারের পরিচালনায় তৈরি এই ছবিতে আছেন আয়ুষ্মান খুরানা (অলোক চরিত্রে) ও রশ্মিকা মন্দানা (তড়কা চরিত্রে)। আর অন্ধকারের শাসক, যক্ষসনের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁদের এই রক্তমাখা প্রেমের গল্পে মশলা যোগ করেছেন মালাইকা অরোরা স্পেশাল ডান্স নম্বর ‘পয়জন বেবি’-তে তাঁর উপস্থিতিই যেন আগুন ধরিয়ে দিয়েছে পর্দায়।

ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিতে রয়েছেন আরও অনেক তারকা, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল, ফয়জল মালিক প্রমুখ। অবশ্য বক্স অফিসে কঠিন না হলেও ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ ছবিটির সঙ্গে লড়াইয়ের মুখে ‘থামা’। রশ্মিকা-আয়ুষ্মানের ‘থামা’ মুক্তি পেয়েছে মিলাপ জাভেরির রোমান্টিক ড্রামা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর সঙ্গেই। হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত এই ছবিটিও ভাল ওপেনিং পেয়েছে, ফলে বক্স অফিসে দুই ছবির মধ্যে চলছে টানটান লড়াই।