আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্ট শুরু হতে এক সপ্তাহ বাকি। তার আগেই ক্যানবেরা পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল হাজির হয় ফেডারেল পার্লামেন্ট হাউজে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মনে রাখার মতো বক্তৃতা দিলেন রোহিত শর্মা। দুই দেশের মধ্যে ভাল সম্পর্কের উল্লেখ করেন ভারত অধিনায়ক। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের কথাও তোলেন। রোহিতের এই ভাষণ মাঠে এবং মাঠের বাইরেও নেতৃত্বের ছাপ রাখে। শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলকে ফেডারেল পার্লামেন্ট হাউজ আমন্ত্রণ জানান দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
আমন্ত্রণে হাজির হয়ে রোহিত বলেন, 'ভারত, অট্রেলিয়ার মধ্যে লম্বা ইতিহাস আছে। সে খেলাধুলো হোক, বা বাণিজ্য। বছরের পর বছর আমরা অস্ট্রেলিয়ায় আসা উপভোগ করি। ক্রিকেট খেলতে ভালবাসি। এখানকার সংস্কৃতি ভাল লাগে। অবশ্যই এখানে এসে ক্রিকেট খেলা চ্যালেঞ্জিং। প্রত্যেক প্লেয়ারের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে। তাই এখানে খেলা আমাদের কাছে সবসময় চ্যালেঞ্জিং। অতীতে আমরা কিছু সাফল্য পেয়েছি। গত সপ্তাহে সেই মোমেন্টাম কাজে লাগাতে পেরেছি। অস্ট্রেলিয়ার সংস্কৃতিও উপভোগ করতে চাই আমরা। প্রত্যেক শহরে আলাদা অনুভূতি হয়। আমরা এখানে আসতে ভালবাসি। আশা করছি পরের কয়েক সপ্তাহে আমরা অস্ট্রেলিয়ার জনতা এবং ভারতীয় ফ্যানদের আনন্দ দিতে পারব। ক্রিকেটের পাশাপাশি দেশটাকেও উপভোগ করতে চাই। সবাই জানি এটা কত সুন্দর দেশ। আশা করছি আগামী এক মাস ভাল সময় কাটাতে পারব। আমরা সবাই খুবই উত্তেজিত। আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।' বৃহস্পতিবার সকালে পারথ থেকে ক্যানবেরায় এসে পৌঁছয় ভারতীয় দল। শনিবার থেকে মানুকা ওভালে দিন রাতের প্র্যাকটিস ম্যাচ খেলবে রোহিত, বিরাটরা। শুক্রবার ক্যানবেরায় অনুশীলন করবে টিম ইন্ডিয়া। ২০২০ সালে অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এবার শাপমুক্তির পালা।
