সংবাদ সংস্থা মুম্বই: গত বছরেই ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালে ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। সেই মতো কনসার্ট করতে এদেশে এসেছে ব্রিটিশ ব্র্যান্ড ‘কোল্ডপ্লে’। শনি,রবি, সোম, মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পরপর ৩দিন রয়েছে ‘কোল্ডপ্লে’ কনসার্ট। শনিবারের পর রবিবারও সেই কনসার্টে উপচে পড়েছিল ভিড়। এদেশে কনসার্ট করতে এসে এখানকার অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন। মুম্বইবাসীকে চমকে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতেও দেখা গিয়েছিল ক্রিস মার্টিনকে। তাঁর সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁকে বলতে শোনা যায়, “শুভ সন্ধ্যা সবাইকে। আপ সবকা বহোত সোয়াগত হ্যায়। মুম্বই মে আ কর হমে বহত খুশি হো রহি হ্যায়।” শুধু তাই নয়, ‘কোল্ডপ্লে’র প্রধান গায়কের মুখে উঠে এসেছে শাহরুখের নাম।
ভাইরাল হওয়া ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের ভিডিওয় দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠানের সময় ক্রিস বলে ওঠেন, “শাহরুখ খান ফরএভার।” সেই শুনে উন্মত্ত শ্রোতারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ‘বাদশা’ নিজেও। ভিডিওর উপরে নিজস্ব কায়দায় কোল্ডপ্লে’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘ইয়েলো’র পংক্তি ভাগ করে শাহরুখ লিখেছেন, “ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার”। পোস্টের সঙ্গে ক্যাপশনে “আমার ভাই ক্রিস মার্টিন, তোমার জন্য সত্যিই নিজেকে বিশেষ মনে হচ্ছে। ঠিক যেমন তোমার গানকে মনে হয়। তোমাকে খুব ভালবাসি। তোমার গোটা দলকে আমার তরফ থেকে আলিঙ্গন। কোটি কোটি মানুষের মধ্যে তুমি সত্যিই আলাদা, বন্ধু। ভারত সত্যিই ‘কোল্ডপ্লে’-কে খুব ভালবাসে।”
