আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারতের কাছে জোড়া হার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তরালে অনেক সমস্যা লুকিয়ে আছে। জাতীয় দলের ব্যর্থতার পেছনে যা অন্যতম কারণ। পাকিস্তান ক্রিকেটের সমস্যা সমাধান করতে তাঁকে পিসিবি দায়িত্ব দিলে, কি করবেন শোয়েব আখতার? রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের জবাব শুনে সবাই হতবাক। একটি শোয়ে শোয়েব মালিক তাঁর নেমসেককে জিজ্ঞেস করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে দলের অবস্থা উন্নতির দায়িত্ব দিলে তিনি নেবেন কিনা? প্রশ্ন শুনেই পিসিবিকে একহাত নেন প্রাক্তন তারকা। তবে পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটকে এই জায়গা থেকে টেনে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান শোয়েব। একইসঙ্গে জানান, তাঁর বাচ্চারা ছোট। তাই দীর্ঘমেয়াদি কিছু তিনি করতে পারবেন না।
শোয়েব বলেন, 'প্রথমত পিসিবি আমাকে কোনওদিন এই দায়িত্ব দেবে না। কারণ আমি সঠিক কাজই করব। যা করণীয় তাই করব। আমি বলছি না আমাকে ক্ষমতা দিক। আমি টিমওয়ার্কে বিশ্বাসী। একসঙ্গে কাজ করতে হবে। এটা এমন বিষয় নয় যে বলব, আমাকে ক্ষমতা দাও, আমি করে দেখাব। না, এটা একেবারেই এমন নয়। বরং, আমি ২০ সদস্যের নির্বাচক কমিটি চাইব। আমি তাঁদের পরামর্শ নেব। তোমরা কী বলো?' এই প্রসঙ্গ তুলে বোর্ডকে কটাক্ষ করেন শোয়েব। পাকিস্তানের সাইম আইয়ুবের সঙ্গে ভারতের অভিষেক শর্মার তুলনা টানেন। দাবি করেন, প্রথমজন বড় মঞ্চে ফ্লপ হওয়ার ভয় পায়। পাশাপাশি তিনি মনে করেন, পাকিস্তানের প্লেয়াররা ভারতীয় ক্রিকেটারদের মতো সমর্থন পায় না। এই প্রসঙ্গে শোয়েব বলেন, 'পাকিস্তান ক্রিকেটকে সঠিক দিশায় আনতে আমাকে তিন বছরের চুক্তি দেওয়া হলে প্রথমেই আমি প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়াতাম। সাইম আইয়ুবকে বলতাম, গিয়ে মন দিয়ে খেলো। অভিষেক শর্মার লাইসেন্স আছে এমন খেলার। তুমিও খেলো। কোনও চিন্তা নেই, তুমি আউট হলে তোমাকে দল থেকে বাদ দেওয়া হবে না। সাইম বেটা, গোটা বছরটা তোমার জন্য। দেখব তুমি পারফর্ম করতে পারো কিনা। ও ভয়ে ভয়ে খেলে। অসহায় ছেলে। পিএসলে রান ওঠে। তবে চাপের মধ্যে বড় শট খেলতে হয়। অভিষেকের কাছে লাইসেন্স থাকায় প্রথম বল থেকেই হাত খুলতে পারছে।' প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতীয় দল প্রসঙ্গে ভাল মন্তব্য করেন শোয়েব। আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জেতার সম্ভাবনা দেখছেন না। কিন্তু কোচ মাইক হেসন তাঁর দলের স্পিনার মহম্মদ নওয়াজকে বিশ্বসেরা তকমা দেন। যা হাস্যকর মনে করছেন পাকিস্তানের প্রাক্তনী।
